দক্ষ মানব সম্পদ তৈরিতে প্রফেশনাল ইন্সটিটিউটগুলো ভূমিকা রাখতে পারে : জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য

বাসস
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০০:১৮
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, সারা বিশ্ব আমাদের দক্ষ তরুণদের দিকে তাকিয়ে আছে। সেই দক্ষ ও প্রশিক্ষিত মানব সম্পদ তৈরি ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের  প্রফেশনাল ইনস্টিটিউটগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। 

আজ শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ক্রাউন ইন্সটিটিউট অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (সিআইবিটি) আয়োজিত ‘অর্থনৈতিক উন্নয়নে প্রফেশনাল কোর্সের গুরুত্ব’ শীর্ষক সেমিনার ও ২০২৪-২৫ শিক্ষা বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই অভ্যুত্থানে নিহত সিআইবিটির ছাত্র শহিদ আকরাম খান রাব্বীর প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশ জুড়ে বিস্তৃত। দেশের উচ্চ শিক্ষার ৭০ শতাংশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পরিচালিত হয়। এর মধ্যে দেড় লাখের বেশি শিক্ষার্থী প্রফেশনাল ইন্সটিটিউটগুলোতে পড়াশোনা করে। তারাও আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। 

তিনি আরো বলেন, এসব শিক্ষার্থীদের নিয়ে আলাদা একটা কনভেনশন করবো। তাদের মধ্য থেকে দক্ষ ফ্রিলেন্সার তৈরি করতে হবে, এআই অলিম্পিয়ার্ডের মতো ইভেন্টেও তারা অংশ নেবে। 

তিনি বলেন, আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে এ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সংস্কারে হাত দিয়েছি। বিশেষ করে যুগোপযোগী সিলেবাস প্রণয়নসহ ইতোমধ্যেই অনেক ক্ষেত্রে সংস্কার সম্পন্ন করেছি। আরো সংস্কারের কাজ চলছে।  আমরা দুই মাসের মধ্যে পরীক্ষার ফলাফল ঘোষণা করেছি- যেটা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নজিরবিহীন। উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা এক মাসের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা করছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেশের বৃহত্তম ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠা করতে যাচ্ছি, যেখানে দেশ-বিদেশের ব্যক্তি ও প্রতিষ্ঠান আমাদের সেবা নিতে আসবে।

ইতোমধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে ইউনিসেফ, এটুআইসহ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান কাজ শুরু করেছে, আরো অনেকেই কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি।  

রাজধানীর খিলক্ষেতে ডিএসই মিলনায়তনে সিআইবিটির সভাপতি অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আজাদ ছাল্লাল ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ফরেনসিক সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটি বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ বিন কাশেম। স্বাগত বক্তব্য দেন সিআইবিটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মামুনুর রশিদ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার দল : ডা. এজেডএম জাহিদ 
সাংবাদিক নিখিল মানখিন আর নেই
দক্ষ মানব সম্পদ তৈরিতে প্রফেশনাল ইন্সটিটিউটগুলো ভূমিকা রাখতে পারে : জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জন গ্রেফতার
‘আর্থ-সামাজিক উন্নয়নে আনসার সদস্যদের কার্যকর ভূমিকা পালন করতে হবে’
পাঁচটি শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে বিপিআই'র সমঝোতা স্মারক স্বাক্ষর
সোহরাওয়ার্দী উদ্যানে লালন উৎসব ও লালন মেলা উদযাপন  
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডে দায়িত্ব পালনকালে ২৫ আনসার সদস্য আহত
ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় জামায়াতের আমিরের উদ্বেগ
১০