তিস্তা বাঁচাতে সোচ্চার চবি শিক্ষার্থীরা

বাসস
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০০:২৩
তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে গতকাল মানববন্ধন ও র‌্যালি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

চট্টগ্রাম, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : উত্তরবঙ্গের তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও র‌্যালি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।

আজ রোববার সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে রংপুর বিভাগীয় শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে তারা সরকারের কাছে কার্যকর পদক্ষেপের দাবি জানান।

এসময় শিক্ষার্থীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, “ভারত যদি বন্ধু হও, পানির ন্যায্য হিস্যা দাও”, “তিস্তা পাড়ের কান্না, আর না আর না”, “উত্তরের এই বৈষম্য, মানি না মানবো না”, “জাগো বাহে কোনঠে সবাই, আইসো মিলে তিস্তা বাঁচাই” এমন সব শ্লোগান।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও চবির গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মুক্তাদির রহমান মুনিম বলেন, তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে শুধু উত্তরবঙ্গের মানুষ উপকৃত হবে এমনটা নয়; বরং এর মাধ্যমে সমগ্র বাংলাদেশ একটি কৃষি বিপ্লব করা সম্ভব হবে। ফলে পুরো বাংলাদেশের অর্থনীতি উপকৃত হবে, উপকৃত হবে বাংলাদেশের মানুষ। সরকারের কাছে দাবি, খুব দ্রুতই তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) রাসেল আহমেদ অভিযোগ করেন, আমাদের তিস্তার পাড়ের জনগণের বছরের পর বছর নদী ভেঙে সর্বনাশ হয়েছে। কিন্তু বাংলাদেশের কোনো সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। কারণ তারা ভারতের তাবেদারি করেছে। আমরা এই তাবেদারি আর করতে দেব না। এই ভারত আমাদেরকে সবসময় দমিয়ে রাখতে চেয়েছে। আমরা এসব আর হতে দেব না।

চাকসুর নবনির্বাচিত সহ-ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা বলেন, একটা দেশ চাইলেই বন্যা সৃষ্টি করে প্রতিবেশী দেশকে ডুবিয়ে মারতে পারে না।

দেশের মানুষ শুকনো মৌসুমে পানির জন্য হাহাকার করবে, আর বর্ষায় সেই পানিতেই তলিয়ে যাবে, এই অবিচার আর না। তিস্তা নিয়ে টালবাহানা বন্ধ হোক।

চাকসু নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমরা তিস্তা মহাপরিকল্পনার দ্রুত রোডম্যাপ প্রকাশের দাবি জানাচ্ছি। এই পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় জনবল বাংলাদেশের মধ্য থেকেই নিতে হবে এবং দক্ষ করে গড়ে তুলতে হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের স্বার্থবিরোধী সব চুক্তি বাতিল করতে হবে। ভারত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের শত্রু। পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারকে পদক্ষেপ নিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
১০