ঢাকা, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজধানীর কামরাঙ্গীরচরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসি।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মিল্টন রায়ের নেতৃত্বে রোববার এই অভিযান চালানো হয়। গ্যাস চুরি বন্ধ ও ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা তৈরি এ অভিযানের মূল লক্ষ্য।
কামরাঙ্গীরচরের চারটি স্থানে অভিযান চালানো হয়। এসময় ঝাউলাহাটি চৌরাস্তা, নয়াগাঁওয়ের তারা মিয়ার গলি ও তারা মিয়া রোড সংলগ্ন চারটি খানাডুলি কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসব কারখানায় প্রতি ঘণ্টায় আনুমানিক ৩ হাজার ১০০ ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহার করা হতো।
এছাড়া তিনটি আবাসিক সংযোগও বিচ্ছিন্ন করা হয়। যার মধ্যে- আমির হোসেন ও নাজির হোসেনের বাড়িতে যথাক্রমে ২০ ডাবল ও ১৩ ডাবল চুলা অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি, বকেয়া বিলের কারণে আবুল হোসেনের বৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে অবৈধ সংযোগের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে প্রায় ১০০ ফুট জিআই পাইপ, ২০ ফুট এমএস পাইপ, ১৫ ফুট ক্যাবল এবং একটি অবৈধ রেগুলেটর।
অবৈধ ব্যবহারকারীদের কাউকে ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে কোনো দণ্ড আরোপ করা সম্ভব হয়নি।
তিতাস জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে এই অভিযান চলমান থাকবে। গ্যাস চুরি একটি দণ্ডনীয় অপরাধ এবং জাতীয় সম্পদ অপচয়কারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।