খুলনা, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষ টার্ম-২ এর ২১ শক্ষার্থীকে গবেষণা বৃত্তি (রিসার্চ স্কলারশিপ) প্রদান করা হয়েছে।
সাউথইস্ট ব্যাংক পিএলসি থেকে প্রাপ্ত অনুদানের আওতায় গতকাল রোববার তাদের জনপ্রতি ৪ হাজার টাকা করে এ বৃত্তি প্রদান করা হয়। এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান ও অন্যান্য শিক্ষকবৃন্দের উপস্থিতিতে এগ্রোনমি ল্যাবে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই বৃত্তি প্রদান করা হয়। এ সময় বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
খুবি কর্তৃপক্ষ জানিয়েছেন, একই উৎস থেকে অদূর ভবিষ্যতে ডিসিপ্লিনের ২০ জন মাস্টার্স শিক্ষার্থীকেও জনপ্রতি ৫ হাজার টাকা করে গবেষণা বৃত্তি প্রদান করা হবে।
শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, গবেষণা বৃত্তির এই সহায়তা তাদের চলমান গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।