পিরোজপুরে বিশ্ব পরিসংখ্যান দিবসে আলোচনা সভা 

বাসস
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৪:০২
পিরোজপুরে সোমবার বিশ্ব পরিসংখ্যান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

পিরোজপুর, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় “সবার জন্য মানসম্মত পরিসংখ্যান” এ প্রতিপাদ্যে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১১টায় পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইশরাত জাহান।

এ সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. আবু মুসা খান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান।

অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. মাসুম মিয়া। তিনি বলেন, “সঠিক, নির্ভুল ও মানসম্মত পরিসংখ্যানই টেকসই উন্নয়নের ভিত্তি। পরিকল্পনা, বাস্তবায়ন ও অগ্রগতি মূল্যায়নের প্রতিটি ধাপে তথ্যের সঠিকতা অপরিহার্য।”

এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে সার্কিট হাউসসহ প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। 

পিরোজপুর সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নাঈম মাহমুদের সঞ্চালনায় বক্তারা বলেন, পরিসংখ্যান শুধু সংখ্যার হিসাব নয় এটি একটি জাতির উন্নয়ন সূচক, পরিকল্পনার মানদণ্ড এবং নীতিনির্ধারণের ভিত্তি। তথ্যনির্ভর প্রশাসন ও পরিসংখ্যানভিত্তিক নীতিমালা প্রণয়নের মাধ্যমেই স্মার্ট বাংলাদেশ গঠন সম্ভব।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যমকর্মী, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গৌরীপুরে সহিংসতার দায়ে বিএনপির ৫ নেতা বহিষ্কার
সাভারে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১২ নেতা-কর্মী গ্রেফতার
আরও ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
চাঁদপুরের নতুন জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত
সালাহউদ্দিন আহমেদের কথায় অনশন ভাঙলেন আমজনতার তারেক 
দিনাজপুরে দুদকের ১৯০তম গণশুনানি সোমবার
রামপালে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
ঝিনাইদহের নতুন ডিসি আব্দুল্লাহ আল মাসউদ
২৬ ফেব্রুয়ারির পর নির্বাচন হলে জনগণ মেনে নেবে না: মির্জা ফখরুল
১০