রাজবাড়ী, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার গোয়ালন্দ উপজেলায় শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবর রহমান। সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আসাদুজজামান।
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাবৃন্দ ও উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫১জন প্রধান শিক্ষকসহ মোট ৫৬ জন সভায় অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাই একটি সুশৃঙ্খল জাতি গঠনে জবাবদিহিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই। এ জন্য পাঠদানে উদ্ভাবনী পদ্ধতি, নৈতিকতা এবং দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবর রহমান বলেন, শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয় পরিচালনা, ফলাফলে উন্নয়ন, ছাত্র ছাত্রীর উপস্থিতি বৃদ্ধি, বিদ্যালয় পরিবেশ সুন্দর রাখা ও শিক্ষার মূল্যবোধ নিশ্চিত করতে হবে। প্রাথমিক শিক্ষা হলো জাতির ভিত্তি, তাই এই স্তরকে শক্তিশালী করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে।
সভায় বক্তারা বিদ্যালয়ে শিক্ষার্থীদের তথ্যভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালু, ঝরে পড়া শিক্ষার্থী হ্রাস ও বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। সভায় আরও বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন,স্বাবলম্বী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম এবং উজানচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবর আলী।