বরিশালে বিশ্ব পরিসংখ্যান এবং জাতীয় পরিসংখ্যান দিবসে অলোচনা সভা 

বাসস
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৫:২২
অনুষ্ঠানের শুরুতে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে বণাঢ্য র‌্যালি বের হয়ে। ছবি : বাসস

বরিশাল, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : ‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’ এ স্লোগানে বরিশালে বিশ্ব ও পরিসংখ্যান দিবস এবং জাতীয় পরিসংখ্যান দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বিভাগীয় ও জেলা পরিসংখ্যান অফিস এর আয়োজনে বিভাগীয় ও জেলা প্রশাসক বরিশাল এর সহযোগিতায় আজ সোমবার সকাল ১০ টায় বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে র‌্যালি বের হয়। 

এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আহসান হাবিব। বিশেষ অতিথি ছিলেন, রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, জেলা পরিসংখ্যান অফিসের যুগ্ম উপপরিচালক মো. শহীদুল ইসলামসহ পরিসংখ্যান অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে বণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা শেষে প্রধান অতিথি পরিসংখ্যান দিবসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গৌরীপুরে সহিংসতার দায়ে বিএনপির ৫ নেতা বহিষ্কার
সাভারে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১২ নেতা-কর্মী গ্রেফতার
আরও ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
চাঁদপুরের নতুন জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত
সালাহউদ্দিন আহমেদের কথায় অনশন ভাঙলেন আমজনতার তারেক 
দিনাজপুরে দুদকের ১৯০তম গণশুনানি সোমবার
রামপালে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
ঝিনাইদহের নতুন ডিসি আব্দুল্লাহ আল মাসউদ
২৬ ফেব্রুয়ারির পর নির্বাচন হলে জনগণ মেনে নেবে না: মির্জা ফখরুল
১০