বরিশালে বিশ্ব পরিসংখ্যান এবং জাতীয় পরিসংখ্যান দিবসে অলোচনা সভা 

বাসস
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৫:২২
অনুষ্ঠানের শুরুতে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে বণাঢ্য র‌্যালি বের হয়ে। ছবি : বাসস

বরিশাল, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : ‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’ এ স্লোগানে বরিশালে বিশ্ব ও পরিসংখ্যান দিবস এবং জাতীয় পরিসংখ্যান দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বিভাগীয় ও জেলা পরিসংখ্যান অফিস এর আয়োজনে বিভাগীয় ও জেলা প্রশাসক বরিশাল এর সহযোগিতায় আজ সোমবার সকাল ১০ টায় বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে র‌্যালি বের হয়। 

এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আহসান হাবিব। বিশেষ অতিথি ছিলেন, রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, জেলা পরিসংখ্যান অফিসের যুগ্ম উপপরিচালক মো. শহীদুল ইসলামসহ পরিসংখ্যান অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে বণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা শেষে প্রধান অতিথি পরিসংখ্যান দিবসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন মিথুন
ভূমিহীনদের টাকা আত্মসাৎ, চট্টগ্রামে এনজিও ‘র‌্যাডন’ কর্মকর্তার কারাদণ্ড
হিমালয় ও বঙ্গোপসাগরের বাস্তুতন্ত্র সুরক্ষায় অংশীদারিত্বের ওপর জোর বিমসটেকের
ধামরাইয়ে ইউনিয়ন পর্য়ায়ে শুরু হয়েছে জেলা প্রশাসক কাবাডি ও ভলিবল প্রতিযোগিতা
আতিউর-বারাকাতসহ ২৬ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের জাতীয়করণের আওতায় আনবে: এ্যানি
কিশোরগঞ্জে নারী শিক্ষায় প্রতিবন্ধকতা ও উত্তরণ নিয়ে সভা
সাম্প্রতিক অরাজকতায় দেশি-বিদেশি ইন্ধন রয়েছে: রুহুল কবির রিজভী
বিজয় দিবসের আগেই বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা : যুগ্ম সচিব আবুল খায়ের
পটুয়াখালীতে মেলা বন্ধে এলাকাবাসীর ডিসির কাছে আবেদন
১০