৩১ অক্টোবর রাজশাহী বিভাগীয় বইমেলা শুরু

বাসস
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৫:২৫
রাজশাহী বিভাগীয় বইমেলা উপলক্ষে আজ বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

রাজশাহী, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস): বিগত দিনের তুলনায় আরও বেশি সময় ও বড় পরিসর নিয়ে শুরু হতে চলেছে রাজশাহী বিভাগীয় বইমেলা। বিভাগীয় প্রশাসন ও জাতীয় গণগ্রন্থাগারের যৌথ আয়োজনে রাজশাহী কালেক্টরেট মাঠে ৯ দিনব্যাপী বইমেলা শুরু হবে ৩১ অক্টোবর। মেলা চলবে ৮ নভেম্বর পর্যন্ত।

এ উপলক্ষে আজ বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে এক প্রস্তুতিমূলক সভা।

প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত অনুসারে, ছুটির দিন বাদে প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে বইমেলা। ছুটির দিনে মেলা শুরু হবে সকাল থেকেই। এবারের মেলায় স্টল থাকবে ৭০টির অধিক। ইতোমধ্যে ৬৫টি প্রকাশনা সংস্থা স্টলের জন্য আবেদন করেছে মর্মে নিশ্চিত করেছে জাতীয় গণগ্রন্থাগারের প্রতিনিধি।

সভায় আরও জানানো হয়, মেলার দিনগুলোতে প্রতিদিন ভিন্ন ভিন্ন বিষয়ে অনুষ্ঠিত হবে সেমিনার, থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। সেরা তিনটি স্টল পাবে বিশেষ পুরস্কার। এছাড়া মেলায় সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা, সুপেয় পানি, মেডিকেল টিমসহ সবধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে জানিয়ে রাজশাহীর সর্বসাধারণকে মেলায় আসার জন্য অনুরোধ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন মিথুন
ভূমিহীনদের টাকা আত্মসাৎ, চট্টগ্রামে এনজিও ‘র‌্যাডন’ কর্মকর্তার কারাদণ্ড
হিমালয় ও বঙ্গোপসাগরের বাস্তুতন্ত্র সুরক্ষায় অংশীদারিত্বের ওপর জোর বিমসটেকের
ধামরাইয়ে ইউনিয়ন পর্য়ায়ে শুরু হয়েছে জেলা প্রশাসক কাবাডি ও ভলিবল প্রতিযোগিতা
আতিউর-বারাকাতসহ ২৬ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের জাতীয়করণের আওতায় আনবে: এ্যানি
কিশোরগঞ্জে নারী শিক্ষায় প্রতিবন্ধকতা ও উত্তরণ নিয়ে সভা
সাম্প্রতিক অরাজকতায় দেশি-বিদেশি ইন্ধন রয়েছে: রুহুল কবির রিজভী
বিজয় দিবসের আগেই বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা : যুগ্ম সচিব আবুল খায়ের
পটুয়াখালীতে মেলা বন্ধে এলাকাবাসীর ডিসির কাছে আবেদন
১০