ঠাকুরগাঁওয়ে সার সংকট নিরসনে এনসিপির স্মারকলিপি

বাসস
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৫:৩৫
ঠাকুরগাঁওয়ে সার সংকট, সিন্ডিকেট দূরীকরণ ও কৃষকদের মধ্যে সারের ন্যায্য সরবরাহ নিশ্চিতকরণে ৭ দাবিতে সোমবার জেলা প্রশাসনকে স্মারকলিপি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দ। ছবি : বাসস

ঠাকুরগাঁও, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : ঠাকুরগাঁওয়ে সার সংকট, সিন্ডিকেট দূরীকরণ ও কৃষকদের মধ্যে সারের ন্যায্য সরবরাহ নিশ্চিতকরণে ৭ দাবিতে স্মারকলিপি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দ।

আজ দুপুরে ঠাকুরগাঁওয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হক সুমনের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, ঠাকুরগাঁও জেলার মোট আবাদি জমি দেড় লাখ হেক্টরেরও বেশি। কিন্তু কৃষকদের চাহিদার তুলনায় সরকারের বরাদ্দকৃত সার এক-চতুর্থাংশেরও কম। এতে বাধ্য হয়ে কৃষকরা বেশি দামে সিন্ডিকেটের কাছ থেকে সার কিনতে বাধ্য হচ্ছেন। সারের পর্যাপ্ত বরাদ্দ, বণ্টনে তদারকি বৃদ্ধি, কালোবাজারী বন্ধ এবং কৃষকদের ক্ষতি পূরণে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ঠাকুরগাঁও-৩ আসনের প্রার্থী গোলাম মর্তুজা সেলিম বলেন, আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, সার সরবরাহে সিন্ডিকেট যেন বন্ধ হয়, কৃষক যেন নির্ধারিত দামে পর্যাপ্ত সার পায়। ঠাকুরগাঁও কৃষিনির্ভর জেলা, তাই সার সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

এনসিপি মনে করে, কৃষকের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা গেলে দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি অর্থনীতি উভয়ই শক্তিশালী হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন মিথুন
ভূমিহীনদের টাকা আত্মসাৎ, চট্টগ্রামে এনজিও ‘র‌্যাডন’ কর্মকর্তার কারাদণ্ড
হিমালয় ও বঙ্গোপসাগরের বাস্তুতন্ত্র সুরক্ষায় অংশীদারিত্বের ওপর জোর বিমসটেকের
ধামরাইয়ে ইউনিয়ন পর্য়ায়ে শুরু হয়েছে জেলা প্রশাসক কাবাডি ও ভলিবল প্রতিযোগিতা
আতিউর-বারাকাতসহ ২৬ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের জাতীয়করণের আওতায় আনবে: এ্যানি
কিশোরগঞ্জে নারী শিক্ষায় প্রতিবন্ধকতা ও উত্তরণ নিয়ে সভা
সাম্প্রতিক অরাজকতায় দেশি-বিদেশি ইন্ধন রয়েছে: রুহুল কবির রিজভী
বিজয় দিবসের আগেই বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা : যুগ্ম সচিব আবুল খায়ের
পটুয়াখালীতে মেলা বন্ধে এলাকাবাসীর ডিসির কাছে আবেদন
১০