ঠাকুরগাঁওয়ে সার সংকট নিরসনে এনসিপির স্মারকলিপি

বাসস
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৫:৩৫
ঠাকুরগাঁওয়ে সার সংকট, সিন্ডিকেট দূরীকরণ ও কৃষকদের মধ্যে সারের ন্যায্য সরবরাহ নিশ্চিতকরণে ৭ দাবিতে সোমবার জেলা প্রশাসনকে স্মারকলিপি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দ। ছবি : বাসস

ঠাকুরগাঁও, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : ঠাকুরগাঁওয়ে সার সংকট, সিন্ডিকেট দূরীকরণ ও কৃষকদের মধ্যে সারের ন্যায্য সরবরাহ নিশ্চিতকরণে ৭ দাবিতে স্মারকলিপি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দ।

আজ দুপুরে ঠাকুরগাঁওয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হক সুমনের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, ঠাকুরগাঁও জেলার মোট আবাদি জমি দেড় লাখ হেক্টরেরও বেশি। কিন্তু কৃষকদের চাহিদার তুলনায় সরকারের বরাদ্দকৃত সার এক-চতুর্থাংশেরও কম। এতে বাধ্য হয়ে কৃষকরা বেশি দামে সিন্ডিকেটের কাছ থেকে সার কিনতে বাধ্য হচ্ছেন। সারের পর্যাপ্ত বরাদ্দ, বণ্টনে তদারকি বৃদ্ধি, কালোবাজারী বন্ধ এবং কৃষকদের ক্ষতি পূরণে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ঠাকুরগাঁও-৩ আসনের প্রার্থী গোলাম মর্তুজা সেলিম বলেন, আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, সার সরবরাহে সিন্ডিকেট যেন বন্ধ হয়, কৃষক যেন নির্ধারিত দামে পর্যাপ্ত সার পায়। ঠাকুরগাঁও কৃষিনির্ভর জেলা, তাই সার সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

এনসিপি মনে করে, কৃষকের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা গেলে দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি অর্থনীতি উভয়ই শক্তিশালী হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গৌরীপুরে সহিংসতার দায়ে বিএনপির ৫ নেতা বহিষ্কার
সাভারে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১২ নেতা-কর্মী গ্রেফতার
আরও ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
চাঁদপুরের নতুন জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত
সালাহউদ্দিন আহমেদের কথায় অনশন ভাঙলেন আমজনতার তারেক 
দিনাজপুরে দুদকের ১৯০তম গণশুনানি সোমবার
রামপালে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
ঝিনাইদহের নতুন ডিসি আব্দুল্লাহ আল মাসউদ
২৬ ফেব্রুয়ারির পর নির্বাচন হলে জনগণ মেনে নেবে না: মির্জা ফখরুল
১০