উৎপল কুমার দে’র বদলির প্রজ্ঞাপন ভুয়া: গণপূর্ত মন্ত্রণালয়ের সতর্কতা

বাসস
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৬:০৮

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে (বর্তমানে সাময়িক বরখাস্ত) সংক্রান্ত একটি ভুয়া বদলিপূর্বক পদায়নের প্রজ্ঞাপন সম্প্রতি প্রকাশিত হয়েছে। 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রজ্ঞাপন মন্ত্রণালয়ের সঙ্গে কোনোভাবে সম্পর্কিত নয়।

প্রজ্ঞাপনের উপর ১৪ অক্টোবর এবং ২৫.০০.০০০০.০১৩.১২.০০২.২২.৭৩ স্মারক নম্বর উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। এছাড়া, মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৭ এর অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলমের স্বাক্ষর জাল করা হয়েছে। বাস্তবে তিনি প্রশাসন অনুবিভাগ-২ এ কর্মরত আছেন এবং এই ধরনের পদায়নের কোনো অনুমোদন দেননি।

মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে যে, এই প্রজ্ঞাপন প্রতারণার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং সরকার বা মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো পদায়নের প্রজ্ঞাপন জারি হয়নি।

মন্ত্রণালয় জানায়, যারা প্রজ্ঞাপনটি দেখবে বা ব্যবহার করবে, তাদের সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।

এছাড়া মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকলকে ভুয়া প্রজ্ঞাপন বা জাল দলিলের সঙ্গে যুক্ত কোনো তথ্য পেলে তা অবিলম্বে কর্তৃপক্ষের নজরে আনার জন্য বলা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতিবাজদের রাজনীতি থেকে বিদায় করতে চাই : ড. রেজাউল করিম
ম্যাক্স গ্রুপ ৩৪তম জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড
চট্টগ্রামের লোহাগাড়ায় বিপুল পরিমাণের ইয়াবাসহ গ্রেফতার ৩
তিতাস গ্যাসের সাবেক কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট দাখিল
গবেষণায় পরিবেশ ও বাস্তুতন্ত্রের প্রতিফলন থাকতে হবে: জাবি উপাচার্য
ডেঙ্গু আক্রান্ত ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪২
শাপলা-প্রতীক পেলে এনসিপি গণতান্ত্রিক প্রতিনিধিত্বের পথে এগিয়ে যাবে: সারজিস আলম
অক্টোবরের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স প্রবাহ ১১.১ শতাংশ প্রবৃদ্ধি
পরিসংখ্যান তৈরিতে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে হবে: পরিকল্পনা উপদেষ্টা
বিইউপি ছাত্রীকে ধর্ষণ : প্রধান আসামি সোহেল রিমান্ডে
১০