সুনামগঞ্জে পরিসংখ্যান দিবস পালিত

বাসস
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৬:৫৯
বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে সোমবার সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

সুনামগঞ্জ, ২০ অক্টোবর ২০২৫ (বাসস) : জেলায় আজ ‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’ শীর্ষক প্রতিপাদ্য সামনে রেখে নানা কর্মসূচীর মধ্যদিয়ে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে আজ সোমবার সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে একটি র‌্যালী সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০ টায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল-এর সভাপতিত্বে এ সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মুশফিকুর রহমান পারভেজ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সঠিক, নির্ভুল ও মানসম্মত পরিসংখ্যানই টেকসই উন্নয়নের ভিত্তি। পরিকল্পনা, বাস্তবায়ন ও অগ্রগতি মূল্যায়নের প্রতিটি ধাপে তথ্যের সঠিকতা প্রয়োজন। পরিসংখ্যান শুধু সংখ্যার হিসাব নয় বরং এটি একটি জাতির উন্নয়ন সূচক, পরিকল্পনার মানদণ্ড এবং নীতি নির্ধারণের ভিত্তি। তথ্য নির্ভর প্রশাসন ও পরিসংখ্যান ভিত্তিক নীতিমালা প্রণয়নের মাধ্যমেই স্মার্ট বাংলাদেশ গঠন সম্ভব।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যমকর্মী, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি-জামায়াত ভাই ভাই, এ মাটিতে যেন আর ভাইয়ে-ভাইয়ে রক্ত না ঝরে: জয়নাল আবদিন ফারুক
শাহজালাল বিমানবন্দরে শিগগিরই ই-গেট চালু করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী
বিচারপতি টি এইচ খানের ১০৫তম জন্মবার্ষিকী আগামীকাল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের মিশন বাংলাদেশের
ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা 
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ
নিয়োগ-পদোন্নতি সংশ্লিষ্ট কাজে জড়িতদের সম্মানি বাড়িয়ে অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র জারি
স্ত্রীসহ সাংবাদিক সুভাষ চন্দ্র সিংহের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সালমান শাহের অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে এজহার গ্রহণের নির্দেশ
১০