চুয়াডাঙ্গায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

বাসস
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৭:০৮

চুয়াডাঙ্গা, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস): অবৈধভাবে সার বিক্রি ও খাবার খোলা রেখে বিক্রি করায় চুয়াডাঙ্গার নীলমনিগঞ্জ বাজারের ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। 

আজ সোমবার বেলা দেড়টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার নীলমনিগঞ্জ ও আমিরপুর এলাকায় অভিযান পরিচালিত হয়। সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত অভিযানে সার-বীজ, ওষুধ ও কয়েকটি হোটেল তদারকি করা হয়।

এ সময় খাবার খোলা রাখার কারণে মেসার্স বিসমিল্লাহ হোটেলকে ৩ হাজার টাকা,  মেসার্স মুক্তা মিষ্টি হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে সার বিক্রি করায় মেসার্স মোস্তফা ট্রেডার্সকে ২০ হাজার টাকা, মেসার্স ভাই ভাই ট্রেডার্সকে ২০ হাজার টাকা ও মেসার্স ব্রাদার্স ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সব মিলিয়ে ৫ ব্যবসায়ীর কাছ থেকে ৬৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তিনি বলেন, এ সময় বাজারের অন্যান্য দোকানীদের পণ্যের মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, সার/কীটনাশক ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন ওষধ/বীজ/সার বিক্রয় না করতে নির্দেশ দেওয়া হয়।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবাল, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও পুলিশের একটি টিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি-জামায়াত ভাই ভাই, এ মাটিতে যেন আর ভাইয়ে-ভাইয়ে রক্ত না ঝরে: জয়নাল আবদিন ফারুক
শাহজালাল বিমানবন্দরে শিগগিরই ই-গেট চালু করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী
বিচারপতি টি এইচ খানের ১০৫তম জন্মবার্ষিকী আগামীকাল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের মিশন বাংলাদেশের
ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা 
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ
নিয়োগ-পদোন্নতি সংশ্লিষ্ট কাজে জড়িতদের সম্মানি বাড়িয়ে অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র জারি
স্ত্রীসহ সাংবাদিক সুভাষ চন্দ্র সিংহের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সালমান শাহের অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে এজহার গ্রহণের নির্দেশ
১০