লক্ষ্মীপুর, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : লক্ষ্মীপুরের রায়পুরে এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে রায়পুর উপজেলা মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। রায়পুর উপজেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছারের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মইনুল ইসলাম, প্রাণিসম্পদ আতাউর রহমান, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরশাদ হোসেন, সিনিয়র মৎস কর্মকর্তা মো. রাশেদ হাসান, শিক্ষার্থী নাদিমুল আহসান, রিক্তা আক্তার ও ফাতেমা।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মাদ্রাসা ও কলেজের অধ্যক্ষ, অভিভাবক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।