পটুয়াখালীতে মেলা বন্ধে এলাকাবাসীর ডিসির কাছে আবেদন

বাসস
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৭:৩৩
পটুয়াখালীতে , ২০ অক্টোবর, মেলা বন্ধে এলাকাবাসীর ডিসির কাছে আবেদন। ছবি : বাসস

পটুয়াখালী, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার বাউফল পৌর শহরের পাবলিক মাঠে মেলা বন্ধে পটুয়াখালী জেলা প্রশাসক ও বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এলাকাবাসী লিখিত অভিযোগ দিয়েছে।  

জানা গেছে, স্থানীয় একটি মহল বাউফল প্রেসক্লাবের ব্যানারে পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পাবলিক মাঠে মাসব্যাপী মেলার আয়োজন করছে। ইতিমধ্যে মাঠজুড়ে মেলার অবকাঠামো অর্ধেকেরও বেশি  নির্মাণ হয়েছে।  

এই মাঠটি শহরের একমাত্র খেলার মাঠ। এখানে প্রতিদিন বিকেলে ফুটবল খেলা হয়, শিশুরা খেলাধুলা করে আর সন্ধ্যার পর স্থানীয়রা হাঁটাচলা করেন। কিন্তু মেলার অবকাঠামো নির্মাণ করায় এসব কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়েছেন।

এছাড়াও এই মাঠের চারপাশে রয়েছে আবাসিক বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, ক্লিনিক ও কিন্ডারগার্টেন স্কুল। এখানে মেলা বসলে পরিবেশ ও শব্দ দূষণ বাড়বে এবং চলাচলের একমাত্র সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এদিকে এ মেলা বন্ধের দাবিতে স্থানীয় ব্যক্তিবর্গ ও মুসুল্লিরা রোববার পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে একটি আবেদন জমা দিয়েছেন। আর এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একই বিষয়ে আবেদন করা হয়েছে। 

পটুয়াখালী জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ সাংবাদিকদের বলেন, “আমি বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।”

এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, “আমি কোনো মেলার অনুমতি দিইনি। এখনই স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য বলে দিচ্ছি।”

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈশ্বিক ডিসপ্লে বাজারে স্থবিরতা, চলতি বছর কমতে পারে আয় 
প্রবাসী শ্রমিকদের পাসপোর্ট ফি কমানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা 
বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ নিয়ে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই : মির্জা ফখরুল
নতুন করে কেউ স্বেচ্ছাচারিতা করবে, এটা হবে না: সারজিস আলম
দেশের উভয় পুঁজিবাজারে সূচকের উত্থান
গবেষণায় অবদানের স্বীকৃতি পেলেন কুবি’র ১২ শিক্ষক
অস্বচ্ছল নাগরিকদের টিসিবির পণ্য প্রাপ্তি নিশ্চিত করতে হবে: চসিক মেয়র
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
কুমিল্লায় বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত
পিরোজপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভা
১০