বগুড়া, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস): বগুড়াকে শিগগির সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান।
তিনি বলেন, জনসংখ্যা, ঘনত্ব এবং অবকাঠামোগত উন্নয়নসহ সব দিক থেকেই বগুড়া সিটি কর্পোরেশনের মানদণ্ডে পৌঁছে গেছে। আগামী বিজয় দিবসের আগেই বগুড়াকে আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করা হবে।
আজ সোমবার বগুড়া পৌর এলাকার বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকালে আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান এসব কথা বলেন।
তিনি বলেন, সিটি কর্পোরেশন হওয়ার যাবতীয় যোগ্যতা বগুড়ার রয়েছে। যে পৌরসভা ৫ কোটি টাকা ট্যাক্স আদায় করতে পারে, সেটি সিটি কর্পোরেশন হওয়ার যোগ্য। সেখানে বগুড়া পৌরসভা বছরে ৪০ কোটি টাকা ট্যাক্স আদায় করে থাকে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা, বগুড়া পৌর প্রশাসক মাসুম আলী বেগসহ স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি।