বিইউপি ছাত্রীকে ধর্ষণ : প্রধান আসামি সোহেল রিমান্ডে

বাসস
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৮:৪৭

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্রী ধর্ষণের অভিযোগে করা মামলায় প্রধান আসামি সোহেল রোজারিওর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। 

গত সপ্তাহে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।

আজ (সোমবার) তাকে ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর সুষ্ঠু তদন্তের জন্য আসামির সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। 

শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম মহিউদ্দিন তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রোববার এই মামলার আরেক আসামি মিঠু বিশ্বাসের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ঢাকা জেলার আদালতের কোর্ট ইন্সপেক্টর কামাল উদ্দিন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় অভিযোগ থেকে জানা যায়, গত ১৪ অক্টোবর সন্ধ্যায় ভুক্তভোগী তরুণী সাভারে এক ছাত্রকে প্রাইভেট পড়ানোর পর বাসায় ফেরেন। কিন্তু এসে দেখেন বাসা তালাবদ্ধ। খোঁজ নিয়ে জানতে পারেন, তার মা পাশের এক চা দোকানির কাছে চাবি রেখে গেছেন। 

চাবি নিয়ে ফেরার পথে সোহেল রোজারিওসহ অপর দুই আসামির সঙ্গে দেখা হয়। আসামিরা ওই তরুণীকে অনুসরণ করতে থাকেন। সন্ধ্যা সাতটার দিকে ভয়ভীতি দেখিয়ে নিজের বাসায় নিয়ে তাকে ধর্ষণ করেন সোহেল। 

ওই ঘটনায় সহযোগিতা করেন অপর দুই আসামি। ঘটনা কাউকে জানালে ভুক্তভোগীকে হত্যার হুমকিও দেয় সোহেল।

এ ঘটনায় গত ১৬ অক্টোবর ওই ছাত্রী বাদী হয়ে সাভার মডেল থানার ধর্ষণ মামলা করেন। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিনের বিরুদ্ধে দুদকের চার্জশিট 
ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্প: ৫ মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে এমওইউ স্বাক্ষর করবে বিদ্যুৎ বিভাগ
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা কলেজে মিছিল-সমাবেশ
বাকৃবিতে বেগম খালেদা জিয়া হলের উদ্বোধন
বৈশ্বিক ডিসপ্লে বাজারে স্থবিরতা, চলতি বছর কমতে পারে আয় 
প্রবাসী শ্রমিকদের পাসপোর্ট ফি কমানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা 
বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ নিয়ে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই : মির্জা ফখরুল
নতুন করে কেউ স্বেচ্ছাচারিতা করবে, এটা হবে না: সারজিস আলম
দেশের উভয় পুঁজিবাজারে সূচকের উত্থান
১০