সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

বাসস
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৯:৫৬
ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ। ছবি : বাসস

সাতক্ষীরা, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর অভিযানকালে ভারতীয় শাড়ি ও ওষুধ সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। 

আজ সোমবার দিনব্যাপী সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, ঘোনা, কুশখালী, কাকডাঙ্গা, মাদরা, চান্দুড়িয়া ও সুলতানপুর বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার মোল্লাপাড়া নামক স্থান হতে ভারতীয় শাড়ি, ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার নাপিতঘাটা নামক স্থান হতে ভারতীয় ওষুধ, কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল শ্বশানঘাট নামক স্থান হতে ভারতীয় শাড়ি, কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার গেড়াখালি ও কাকডাঙ্গা বলফিল্ড মোড় নামক স্থান হতে ভারতীয় ওষুধ ও শাড়ি, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার আমবাগান ও রাজপুর নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও ওষুধ, চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল গোয়ালপাড়া বরই বাগান নামক স্থান হতে  ভারতীয় শাড়ি এবং সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল কাঠাল বাগান নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক  চারলাখ ৫১ হাজার পাঁচশ’ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গৌরীপুরে সহিংসতার দায়ে বিএনপির ৫ নেতা বহিষ্কার
সাভারে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১২ নেতা-কর্মী গ্রেফতার
আরও ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
চাঁদপুরের নতুন জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত
সালাহউদ্দিন আহমেদের কথায় অনশন ভাঙলেন আমজনতার তারেক 
দিনাজপুরে দুদকের ১৯০তম গণশুনানি সোমবার
রামপালে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
ঝিনাইদহের নতুন ডিসি আব্দুল্লাহ আল মাসউদ
২৬ ফেব্রুয়ারির পর নির্বাচন হলে জনগণ মেনে নেবে না: মির্জা ফখরুল
১০