চট্টগ্রাম, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস): চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানায় করা মাদক মামলায় হোসেন আহম্মদ প্রকাশ এয়াছিন (৪৫) নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা ৪র্থ জজ আদালতের বিচারক বেগম সিরাজম মুনিরা রায় প্রদান করেন। আদালতের অতিরিক্ত পিপি মো. রফিকুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত হোসেন আহম্মদ প্রকাশ এয়াছিন কক্সবাজারের টেকনাফ থানার সাং কলেজ পাড়ার মৃত এজাহার মিয়ার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, আকবর শাহ থানাধীন একে খান মোড়ের বাস কাউন্টারের উত্তর পাশে খালি জায়গায় গত ২৩ আগস্ট সকালে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে হোসেন আহম্মদ প্রকাশ এয়াছিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় থানার এসআই (নিরস্ত্র) আবু হাসনাত মোহাম্মদ মাজেদুল হক আকবর শাহ থানায় মাদক মামলা করেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ জানান, আসামি জামিন নিয়ে পলাতক আছেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।