পিরোজপুর, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলায় সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টায় শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ-মিজান সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান সভায় সভাপতিত্ব করেন।
সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান, জেলা বাস মালিক সমিতির সভাপতি ও জেলার সড়ক নিরাপত্তা কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম, সদস্য মনিরুজ্জামান নাসিম আলী, সরোয়ার হোসেন হাওলাদার, নজিবুল ইসলাম প্রমুখ।
এছাড়া সভায় বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা, সড়কে নিরাপত্তায় বিভিন্ন কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।