কুমিল্লা (দক্ষিণ), ২০ অক্টোবর ২০২৫ (বাসস): গবেষণায় অবদানের স্বীকৃতি স্বরূপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষককে গবেষণা প্রণোদনা প্রদান করা হয়েছে।
আজ সোমবার বিকালে প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের এ প্রণোদনা প্রদান করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।
গবেষণা প্রণোদনা প্রাপ্ত ১২ জন শিক্ষক হলেন- বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জে. এম. আবিদ সালমান চৌধুরী, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. রাসেল মনি, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল আহাদ ও সহযোগী অধ্যাপক ড. মিথুন কুমার দাস, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফি উল্যাহ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইসরাত জাহান নিমনী, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল হাসান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মেহেদী হাসান ও সহকারী অধ্যাপক আলিমুল রাজী।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।