ময়মনসিংহ (বাকৃবি), ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নারী শিক্ষার্থীদের আবাসন সুবিধা বৃদ্ধির লক্ষ্যে নবনির্মিত বেগম খালেদা জিয়া হলের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার হলটির কনফারেন্স রুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে হলের সামনে একটি ফলক উদ্বোধন করা হয়। পরে অতিথিরা একটি কেক কেটে উদযাপন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে হল প্রভোস্ট অধ্যাপক ড. মো আবদুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, ডিন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা, কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. হুমায়ূন কবির, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন হলের হাউস টিউটর, কর্মকর্তা-কর্মচারীরাসহ নতুন হলের নারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হলটির একটি ব্লকের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। নির্মাণকাজ আংশিক সম্পন্ন হওয়ার পর প্রথম পর্বে ৩৫০ জন ছাত্রীকে আবাসন বরাদ্দ দেওয়া হয়। তাদের জন্য বরাদ্দকৃত রুমের সংখ্যা ৪৪টি। হলটির পুরো নির্মাণকাজ সম্পন্ন হলে ১২০০জন ছাত্রী থাকতে পারবে।