জুলাই যোদ্ধাদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক

বাসস
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ২১:৫৬

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : জুলাই যোদ্ধাদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এই সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকেলে জাতীয় সংসদের এলডি হলে এ বৈঠক হয়।

বৈঠকে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

এসময় জুলাই যোদ্ধারা কমিশনকে জানান, স্বাস্থ্য কার্ড থাকা সত্ত্বেও তাদের অনেকেই গত ঈদ-উল-আযহার পর থেকে বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থাকে অত্যন্ত দুঃখজনক ও অমানবিক বলে ৮৭৬৫উল্লেখ করেন তারা।

সঙ্গে আহত জুলাই যোদ্ধাদের সর্বাবস্থায় চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে লিখিত নির্দেশনা দেশের সকল হাসপাতালে পাঠানোর বিষয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। 

এছাড়াও জুলাই পরিবারের সদস্যদের আইনি সুরক্ষার বিষয়টি নিশ্চিতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতি জোর দেন। প্রত্যেক জুলাই যোদ্ধাকে নির্দিষ্ট পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদানের বিষয়েও গুরুত্বারোপ করেন তারা।

সভায় ১৭ অক্টোবরের ঘটনাকে জন্য সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত বলে দাবী করেন জুলাই যোদ্ধারা।

তারা আরও জানান, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তারা বিশৃঙ্খলা বা সহিংসতা ঘটাতে যাননি; ন্যায্য দাবি তুলে ধরতে গিয়েছিলেন। সেসময় কিছু বহিরাগত সেখানে অনুপ্রবেশ করে মারামারি ও ভাঙচুর করে। তাদের মধ্যে ২০ থেকে ২৫ জনের পরিচয় তারা শনাক্ত করতে পেরেছেন বলেও দাবি করেন।

জুলাই যোদ্ধারা দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা প্রার্থনার পাশাপাশি ওই ঘটনায় হওয়া ৪টি মামলা প্রত্যাহারে কমিশনের সহায়তা চান।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, জুলাই যোদ্ধাদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং তাদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে সহায়তা করা হবে।

বৈঠকে জুলাই যোদ্ধাদের ১৩ সদস্যের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন মোঃ সোহাগ মাহমুদ, কামরুল হাসান, মো: আল-আমিন, মুস্তাঈন বিল্লাহ হাবিবী, হাসিবুল হাসান জিসান, মারুফা মায়া, আহাদুল ইসলাম, মাজেদুল হক শান্ত, মোঃ সাগর উদ্দিন, মো: দুলাল খান, মোঃ নাহিদুজ্জামান, ইমরান খান ও নুসরাত জাহান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গৌরীপুরে সহিংসতার দায়ে বিএনপির ৫ নেতা বহিষ্কার
সাভারে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১২ নেতা-কর্মী গ্রেফতার
আরও ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
চাঁদপুরের নতুন জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত
সালাহউদ্দিন আহমেদের কথায় অনশন ভাঙলেন আমজনতার তারেক 
দিনাজপুরে দুদকের ১৯০তম গণশুনানি সোমবার
রামপালে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
ঝিনাইদহের নতুন ডিসি আব্দুল্লাহ আল মাসউদ
২৬ ফেব্রুয়ারির পর নির্বাচন হলে জনগণ মেনে নেবে না: মির্জা ফখরুল
১০