রাঙ্গামাটির ছোট হরিণায় বিজিবির মানবিক সহায়তা

বাসস
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১৬:২৩
রাঙ্গামাটির সীমান্তবর্তী বরকল উপজেলার দুর্গম ছোট হরিণায় দরিদ্র ও অসহায় সুবিধাবঞ্চিতদের মধ্যে মানবিক সহায়তা প্রদান করেছে বিজিবি। ছবি: বাসস

রাঙ্গামাটি, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার সীমান্তবর্তী বরকল উপজেলার দুর্গম ছোট হরিণায় দরিদ্র ও অসহায় সুবিধাবঞ্চিতদের মধ্যে মানবিক সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার সকালে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিজিবি ছোট হরিণা জোনের উদ্যোগে এ মানবিক সহায়তা প্রদান করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব পিএসসি।

এসময় উপস্থিত ছিলেন ছোট হরিণা জোন কমান্ডার লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী, মেডিকেল অফিসার ক্যাপ্টেন আসিফুর রহমান, সহকারী পরিচালক কোয়াটার মাস্টার মাসুদ রানাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সেক্টর কমান্ডার বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে। এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রতিষ্ঠায় আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। 

এসময় ছোট হরিণা জোনের অধীনস্থ এলাকার দুস্থ ও অসহায় লোকদের মধ্যে সেলাই মেশিন, ঢেউটিন, আর্থিক অনুদান, গবাদি পশু প্রদানের পাশাপাশি খেলাধুলার সরঞ্জাম ও বিভিন্ন মসজিদ এবং বিহারে অনুদান প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এস আলমের ৪৬৯ একর জমি জব্দ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী মানসিক স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত
ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,০৪১
আসিয়ানের সভাপতির দায়িত্বে ফিলিপাইন
বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৫০তম প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হলো ‘জার্নি আউটডোরস বাংলাদেশ’
আবু সাঈদ স্মৃতিস্তম্ভ আমাদের স্বাধীনতার চেতনাকে বাঁচিয়ে রাখবে: বিআরইউআর ভিসি
প্রাথমিক শিক্ষার বিষয়ে জনআকাঙ্ক্ষা পরিপন্থি পদক্ষেপ নেবে না সরকার : ধর্ম উপদেষ্টা 
আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই সমঝোতা স্মারক স্বাক্ষর
জলবায়ু পরিবর্তনের ক্ষতি টাকায় পুষিয়ে নেওয়া সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে টিকে থাকার চ্যালেঞ্জ বাংলাদেশের
১০