
রাঙ্গামাটি, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার সীমান্তবর্তী বরকল উপজেলার দুর্গম ছোট হরিণায় দরিদ্র ও অসহায় সুবিধাবঞ্চিতদের মধ্যে মানবিক সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ মঙ্গলবার সকালে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিজিবি ছোট হরিণা জোনের উদ্যোগে এ মানবিক সহায়তা প্রদান করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব পিএসসি।
এসময় উপস্থিত ছিলেন ছোট হরিণা জোন কমান্ডার লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী, মেডিকেল অফিসার ক্যাপ্টেন আসিফুর রহমান, সহকারী পরিচালক কোয়াটার মাস্টার মাসুদ রানাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সেক্টর কমান্ডার বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে। এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রতিষ্ঠায় আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।
এসময় ছোট হরিণা জোনের অধীনস্থ এলাকার দুস্থ ও অসহায় লোকদের মধ্যে সেলাই মেশিন, ঢেউটিন, আর্থিক অনুদান, গবাদি পশু প্রদানের পাশাপাশি খেলাধুলার সরঞ্জাম ও বিভিন্ন মসজিদ এবং বিহারে অনুদান প্রদান করা হয়।