বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৫০তম প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হলো ‘জার্নি আউটডোরস বাংলাদেশ’

বাসস
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১৯:০৯
ছবি: বেপজা

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস): বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) বিদেশি বিনিয়োগ আকর্ষণে ধারাবাহিক সাফল্য অর্জন করে চলেছে। এরই ধারাবাহিকতায়, চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৫০তম প্রতিষ্ঠান হিসেবে শিল্প স্থাপনের লক্ষ্যে লিজ চুক্তি স্বাক্ষর করেছে জার্নি আউটডোরস বাংলাদেশ কোম্পানি লিমিটেড। 

এই মাইলফলক বিনিয়োগ গন্তব্য হিসেবে বেপজা অর্থনৈতিক অঞ্চলের ক্রমবর্ধমান খ্যাতিকে আরও শক্তিশালী করবে। 

সিঙ্গাপুর ও চীনের মালিকানাধীন প্রতিষ্ঠান জার্নি আউটডোরস বাংলাদেশ কোম্পানি লিমিটেড, বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি উচ্চমানের পোশাক ও আউটডোর পণ্য উৎপাদনকারী শিল্প স্থাপনের লক্ষ্যে ২৭.৫৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ উপলক্ষ্যে বেপজার সদস্য (বিনিয়োগ, উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং জার্নি আউটডোরস বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হ্যান জানজিয়াও আজ ঢাকায় বেপজা কমপ্লেক্সে এই চুক্তি স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটি বছরে ১৬ মিলিয়ন পিস উচ্চমানের পোশাক ও আউটডোর পণ্য উৎপাদন করবে। যার মধ্যে রয়েছে- আন্ডারওয়্যার, টি-শার্ট, পোলো শার্ট, শর্টস, বিভিন্ন ধরনের জ্যাকেট যেমন: (ফ্লিস, সফট শেল, ডাউন, কটন, লেদার, ওয়াটার প্রুফ, উইন্ডপ্রুফ, কৃত্রিম চামড়ার জ্যাকেট), আউটওয়্যার পোশাক, লং প্যান্ট, স্কি স্যুট, স্কি প্যান্ট, মাছ ধরার পোশাক, হাইকিং পোশাক, ইয়োগা পোশাক, দৌড়ানোর পোশাক, জিন্স, নীটেড শর্টস, গল্ফ খেলার পোশাক, ক্যাজুয়াল স্কার্ট, ব্যাকপ্যাক, ক্রস-বডি ব্যাগ, তাঁবু, স্লিপিং ব্যাগ, হ্যামক, আউটডোর ক্যানোপি তাঁবু, হ্যাট, গ্লাভস, মোজা, স্কার্ফ।

প্রতিষ্ঠানটিতে ৩ হাজার ৪৬৭ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য জার্নি আউটডোরস বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বিনিয়োগকারীদের বিশ্বমানের সেবা ও সহায়তা প্রদানের পাশাপাশি একটি নিরাপদ ও অনুকূল ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে বেপজার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এখন পর্যন্ত জার্নি আউটডোরস বাংলাদেশসহ মোট ৫০টি প্রতিষ্ঠান বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে। যাদের মোট প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ১.১১ বিলিয়ন মার্কিন ডলার।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজ এবং জার্নি আউটডোরস বাংলাদেশ কোম্পানি লিমিটেডের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত
‘ভারতের উত্তর-পূর্বাঞ্চল যুক্ত পতাকা উপহার’-ইন্ডিয়া টুডের দাবি সম্পূর্ণ অসত্য : সিএ ফ্যাক্ট চেক
ফ্যাসিবাদের প্রথম মঞ্চায়ন ২০০৬ সালের ২৮ অক্টোবর : রিজভী
এআই ও গিগা প্রকল্পে বিনিয়োগের লক্ষে বিশ্বের ব্যবসায়ী নেতাদের সম্মেলন করছে সৌদি আরব
জীববৈচিত্র্যের ক্ষতি করে আধুনিকীকরণ বা উন্নয়ন করা উচিত নয় : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
কেউ এককভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না : নাহিদ ইসলাম
বান্দরবানের ঘুমধুম সীমান্তে বিজিবি’র অভিযানে ৪ লাখ পিস ইয়াবা জব্দ 
নীলফামারীতে বিএনপি’র সদস্য সংগ্রহ অভিযান
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২১তম ‘ড্র’ ২ নভেম্বর
কালামের সেঞ্চুরিতে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশ যুব দলের
১০