
ঝালকাঠি, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের সহসভাপতিসহ তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
জেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় তাদের কারাগারে পাঠানো হয়।
আজ মঙ্গলবার দুপুরে ঝালকাঠি সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম তাদের জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মাহেব হোসেন।
কারাগারে যাওয়া নেতারা হলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সালাউদ্দিন আহমেদ সালেক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মাহবুব হোসেন এবং ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবীর সদস্য মাহবুবার রহমান তালুকদার।
জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এড. মো. আককাস সিকদার জানান, গত বছরের ১১ নভেম্বর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম বিস্ফোরক আইনে এ মামলা করেন। এতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়।
পিপি মাহেব হোসেন বলেন, হাইকোর্ট বিভাগের ছয় সপ্তাহের জামিন শেষে আজ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে বিচারক রহিবুল ইসলাম তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।