ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের তিন নেতা কারাগারে

বাসস
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১৬:৩৫

ঝালকাঠি, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের সহসভাপতিসহ তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

জেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় তাদের কারাগারে পাঠানো হয়।
আজ মঙ্গলবার দুপুরে ঝালকাঠি সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম তাদের জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। 

বিষয়টি নিশ্চিত করছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মাহেব হোসেন।

কারাগারে যাওয়া নেতারা হলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সালাউদ্দিন আহমেদ সালেক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মাহবুব হোসেন এবং ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবীর সদস্য মাহবুবার রহমান তালুকদার।

জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এড. মো. আককাস সিকদার জানান, গত বছরের ১১ নভেম্বর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম বিস্ফোরক আইনে এ মামলা করেন। এতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়। 

পিপি মাহেব হোসেন বলেন, হাইকোর্ট বিভাগের ছয় সপ্তাহের জামিন শেষে আজ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে বিচারক রহিবুল ইসলাম তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এস আলমের ৪৬৯ একর জমি জব্দ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী মানসিক স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত
ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,০৪১
আসিয়ানের সভাপতির দায়িত্বে ফিলিপাইন
বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৫০তম প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হলো ‘জার্নি আউটডোরস বাংলাদেশ’
আবু সাঈদ স্মৃতিস্তম্ভ আমাদের স্বাধীনতার চেতনাকে বাঁচিয়ে রাখবে: বিআরইউআর ভিসি
প্রাথমিক শিক্ষার বিষয়ে জনআকাঙ্ক্ষা পরিপন্থি পদক্ষেপ নেবে না সরকার : ধর্ম উপদেষ্টা 
আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই সমঝোতা স্মারক স্বাক্ষর
জলবায়ু পরিবর্তনের ক্ষতি টাকায় পুষিয়ে নেওয়া সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে টিকে থাকার চ্যালেঞ্জ বাংলাদেশের
১০