নওগাঁয় কৃষকদের মধ্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

বাসস
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১৬:৩৪
আজ নওগাঁয় কৃষকদের মধ্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ। ছবি : বাসস

নওগাঁ, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার সাপাহার উপজেলায় আজ  সাতহাজার ৫৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি প্রণোদনা হিসাবে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

চলতি অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আজ বুধবার সকাল ১০টায় সাপাহার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ প্রণোদনা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ। 

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী, বিআরডিবি কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে সাপাহার উপজেলার ৭ হাজার ৫৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে জনপ্রতি ১ বিঘা জমি চাষের জন্য সার ও বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

এর মধ্যে চলতি তিনহাজার দুইশ’ জন গম চাষীকে জনপ্রতি ২০ কেজি গম ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, চারহাজার দুইশ’ জন সরিষা চাষীকে জনপ্রতি ১কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ৩০ জন সূর্যমুখী চাষীকে জনপ্রতি ১ কেজি বীজ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ১০জন চীনাবাদাম চাষীকে জনপ্রতি ১০ কেজি চীনাবাদাম ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। 

এছাড়া, ৪০ জন শীতকালীন পেঁয়াজ চাষীকে জনপ্রতি ১কেজি বীজ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ২০জন মুগ ডাল চাষীকে জনপ্রতি ৫কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫কেজি এমওপি সার এবং ৬০ জন মশুর ডাল চাষীকে জনপ্রতি  ৫কেজি বীজ, ১০কেজি ডিএপি ও ৫কেজি এমওপি করে এমওপি সার প্রদান করা হয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সৈয়দপুর রেলওয়ে কারখানা আধুনিকায়নে ৪২০০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব
জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও নভেম্বরেই গণভোটের দাবি রাজনৈতিক দলগুলোর
গাজায় ইসরাইলকে ‘সংযম’ প্রদর্শনের আহ্বান জার্মানির
সৌদি আরবে নির্মিত হতে যাচ্ছে বিশ্বের প্রথম ‘স্কাই স্টেডিয়াম’
বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকীর ইন্তেকালে ছাত্রশিবিরের শোক
আগামী নির্বাচনে রাজপথ ফুল বিছানো হবে না : রুহুল কবির রিজভী 
মেট্রোরেলের নিরাপত্তা পর্যালোচনা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের
ইবতেদায়ির ৫ম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা নীতিমালা প্রকাশ
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 
সালমান শাহ হত্যাকাণ্ড : সামীরার মা লুসির দেশত্যাগে নিষেধাজ্ঞা
১০