বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১৬:৩৮

বরগুনা, ২৯ অক্টোবর,  ২০২৫ (বাসস) : জেলার তালতলী উপজেলায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমরান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ বুধবার সকাল ৬ টার দিকে উপজেলার বড়ভাইজোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইমরান ওই গ্রামের সোহেল ফকিরের ছেলে এবং হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, উপজেলার বড়বগী ইউনিয়নের বড়ভাইজোড়া এলাকায় বুধবার সকালে ইমরান তার মায়ের সঙ্গে ধানক্ষেতে ছাগলের জন্য ঘাস কাটতে যায়। এসময় স্থানীয় আবু সালেহ’র ইঁদুর মারার জন্য ধানক্ষেতে পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ইমরানের মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্ত আবু সালেহ পলাতক রয়েছে।

স্থানীয়রা জানান, ধানক্ষেতে এভাবে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখা মারাত্মক অপরাধ। প্রশাসনের কঠোর নজরদারি ছাড়া এমন দুর্ঘটনা রোধ সম্ভব না। 

ইমরানের মা রিপা বেগম বলেন, আমি বুঝতেই পারিনি ওখানে বৈদ্যুতিক ফাঁদ পাতা ছিল। সেই ফাঁদে জড়িয়ে আমার ছেলেটা চোখের সামনে নিথর হয়ে গেল।

এ বিষয়ে তালতলী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. ইমরান শেখ বলেন, মসজিদের সংযোগ ব্যবহার করে ধানক্ষেতে বিদ্যুৎ নেওয়া সম্পূর্ণ অবৈধ। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহজালাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সৈয়দপুর রেলওয়ে কারখানা আধুনিকায়নে ৪২০০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব
ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও নভেম্বরেই গণভোটের দাবি জামায়াতসহ ৮ রাজনৈতিক দলের
গাজায় ইসরাইলকে ‘সংযম’ প্রদর্শনের আহ্বান জার্মানির
সৌদি আরবে নির্মিত হতে যাচ্ছে বিশ্বের প্রথম ‘স্কাই স্টেডিয়াম’
বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকীর ইন্তেকালে ছাত্রশিবিরের শোক
আগামী নির্বাচনে রাজপথ ফুল বিছানো হবে না : রুহুল কবির রিজভী 
মেট্রোরেলের নিরাপত্তা পর্যালোচনা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের
ইবতেদায়ির ৫ম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা নীতিমালা প্রকাশ
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 
সালমান শাহ হত্যাকাণ্ড : সামীরার মা লুসির দেশত্যাগে নিষেধাজ্ঞা
১০