সাতক্ষীরায় মেধাবী রত্নার পাশে দাঁড়ালেন ছাত্রদলের শাহিন

বাসস
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১৬:৪০
ছবি : বাসস

সাতক্ষীরা, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : দরিদ্রতা ও মায়ের অসুস্থতার মধ্যে অদম্য ইচ্ছাশক্তির বলে উচ্চশিক্ষার স্বপ্ন বাঁচিয়ে রেখেছিলেন সাতক্ষীরার মেধাবী ছাত্রী রত্না খাতুন। সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে ইসলামের ইতিহাস বিভাগে (অনার্স) ভর্তি হওয়ার সুযোগ পেলেও অর্থাভাবে তা অনিশ্চিত হয়ে পড়ে। অবশেষে তার পাশে দাঁড়িয়েছেন সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম।

ছাত্রদলের এই নেতা আজ বুধবার সকালে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে গিয়ে রত্নাকে ভর্তি করিয়ে দেন। এ সময় তিনি ভর্তি সংক্রান্ত সব কাগজপত্র ও প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করে দেন।

এই মানবিক উদ্যোগের সময় সেখানে ছিলেন, দিবা-নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কোরাইশ, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম, ছাত্রনেতা সোহান প্রমুখ।

রত্না বলেন, ভর্তির সুযোগ পেয়েও টাকার অভাবে ভর্তি হতে পারছিলাম না। আজ ভর্তি হতে পেরে অনেক খুশি। যারা আমার পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা।

ছাত্রদল নেতা শাহিন ইসলাম জানান, অর্থাভাবে কোনো মেধাবী শিক্ষার্থী যেন উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেটাই আমাদের লক্ষ্য। সমাজের বিত্তবানদেরও উচিত এমন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো।

উল্লেখ্য, রত্না সাতক্ষীরা দ্যাপোল স্টার পৌর হাই স্কুল থেকে এসএসসি এবং ছফুরন্নেসা মহিলা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। রত্নার মা রহিমা বেগম কুষ্ঠরোগে আক্রান্ত। এই রোগে তার হাতের দশটি ও পায়ের তিনটি আঙুল নষ্ট হয়ে গেছে। অসুস্থ শরীর নিয়েও তিনি হাঁস-মুরগি পালন ও মানুষের সহায়তায় কোনোমতে সংসার চালান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সৈয়দপুর রেলওয়ে কারখানা আধুনিকায়নে ৪২০০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব
ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও নভেম্বরেই গণভোটের দাবি জামায়াতসহ ৮ রাজনৈতিক দলের
গাজায় ইসরাইলকে ‘সংযম’ প্রদর্শনের আহ্বান জার্মানির
সৌদি আরবে নির্মিত হতে যাচ্ছে বিশ্বের প্রথম ‘স্কাই স্টেডিয়াম’
বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকীর ইন্তেকালে ছাত্রশিবিরের শোক
আগামী নির্বাচনে রাজপথ ফুল বিছানো হবে না : রুহুল কবির রিজভী 
মেট্রোরেলের নিরাপত্তা পর্যালোচনা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের
ইবতেদায়ির ৫ম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা নীতিমালা প্রকাশ
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 
সালমান শাহ হত্যাকাণ্ড : সামীরার মা লুসির দেশত্যাগে নিষেধাজ্ঞা
১০