চট্টগ্রামে যুবদলকর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার ৮

বাসস
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১৬:৪৭
ছবি : বাসস

চট্টগ্রাম, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : বন্দর নগরী চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে ব্যানার টাঙ্গানোকে কেন্দ্র করে সংঘর্ষে যুবদলকর্মী মো. সাজ্জাদ (২২) হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলার এজাহারনামীয় ৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এই ঘটনায় মঙ্গলবার রাতে নিহতের পিতা মো. আলম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৩৫ থেকে ৪০ জনকে আসামি করে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন। 

মঙ্গলবার থেকে আজ বুধবার পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় গোয়েন্দা পুলিশ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে এই পর্যন্ত ৮জনকে গ্রেপ্তার করা হয়। আরো কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে এবং দ্রুতই তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-সবুজ ইসলাম মিরাজ (২৪), মো. সাইদুল ইসলাম (২০), এমরান হোসেন সাগর (৩০), জিহান (২২), মো. তামজিদুল ইসলাম প্রিন্স ওরফে সাজু (৪৭), মো. আরাফাত (২২), মো. ওসমান (২৮) ও দিদারুল আলম রাসেল (৪০)।

অভিযোগে জানা যায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে বাকলিয়ার এক্সেস রোড সংলগ্ন মদিনা আবাসিক এলাকার সামনে স্থানীয় আধিপত্য বিস্তার ও যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ব্যানার টানানো নিয়ে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান মো. সাজ্জাদ (২২)। আহত হন আরো অন্তত ১৪ জন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সৈয়দপুর রেলওয়ে কারখানা আধুনিকায়নে ৪২০০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব
ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও নভেম্বরেই গণভোটের দাবি জামায়াতসহ ৮ রাজনৈতিক দলের
গাজায় ইসরাইলকে ‘সংযম’ প্রদর্শনের আহ্বান জার্মানির
সৌদি আরবে নির্মিত হতে যাচ্ছে বিশ্বের প্রথম ‘স্কাই স্টেডিয়াম’
বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকীর ইন্তেকালে ছাত্রশিবিরের শোক
আগামী নির্বাচনে রাজপথ ফুল বিছানো হবে না : রুহুল কবির রিজভী 
মেট্রোরেলের নিরাপত্তা পর্যালোচনা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের
ইবতেদায়ির ৫ম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা নীতিমালা প্রকাশ
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 
সালমান শাহ হত্যাকাণ্ড : সামীরার মা লুসির দেশত্যাগে নিষেধাজ্ঞা
১০