রাজশাহীতে ডা. গোলাম কাজেম আলী হত্যার বিচার দাবি

বাসস
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১২:৫৪
ছবি : বাসস

রাজশাহী, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস): রাজশাহীতে ডা. গোলাম কাজেম আলী আহমেদের খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে রাজশাহী মেডিকেল কলেজের বৈষম্যবিরোধী চিকিৎসক ফোরাম।  

আজ সকাল সাড়ে ১১ টায় রাজশাহী মেডিকেল কলেজের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে চিকিৎসকরা এ দাবি জানান। 

এতে জানানো হয়, ২০২৩ সালের ২৯ অক্টোবর রাতে পপুলার হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে বর্ণালী মোড়ে ওঁত পেতে থাকা খুনিরা মাইক্রোবাসের ধাক্কা দেওয়ার পর ডা. কাজেমের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তার স্ত্রী ডা. ফারহানা ইয়াসমিন সোমা রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হলেও মূল খুনি মোস্তফা ও তার সহযোগীরা পলাতক।

সংবাদ সম্মেলন তার সহকর্মীরা বলেন, ডা. কাজেম ছিলেন বিনয়ী ও মানবিক চিকিৎসক, তার কারও সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। তারা দ্রুত খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্য ও সহকর্মীবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণভোট ও ঐকমত্য কমিশনের প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা : আসিফ নজরুল
রিজার্ভ পুনরুদ্ধার : অর্থনীতিতে স্বস্তির ইঙ্গিত
সাবেক এমপি জয়ের ১,২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি
পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন ট্রাম্প
বিজিএমইএ-এনপিও সমঝোতা স্মারক স্বাক্ষর
বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপ-পরিচালক অপুর আয়কর নথি জব্দ
দখলমুক্ত হলো নিকুঞ্জের জামতলা রোড : স্বস্তিতে এলাকাবাসী
উত্তর-পশ্চিমাঞ্চল ও চট্টগ্রামের কিছু এলাকা পানি সংকটাপন্ন এলাকা ঘোষিত
গণসংহতি আন্দোলনের পঞ্চম জাতীয় সম্মেলন আগামীকাল
আইজিপির সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধিদলের সাক্ষাৎ
১০