
রাজশাহী, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস): রাজশাহীতে ডা. গোলাম কাজেম আলী আহমেদের খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে রাজশাহী মেডিকেল কলেজের বৈষম্যবিরোধী চিকিৎসক ফোরাম।
আজ সকাল সাড়ে ১১ টায় রাজশাহী মেডিকেল কলেজের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে চিকিৎসকরা এ দাবি জানান।
এতে জানানো হয়, ২০২৩ সালের ২৯ অক্টোবর রাতে পপুলার হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে বর্ণালী মোড়ে ওঁত পেতে থাকা খুনিরা মাইক্রোবাসের ধাক্কা দেওয়ার পর ডা. কাজেমের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তার স্ত্রী ডা. ফারহানা ইয়াসমিন সোমা রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হলেও মূল খুনি মোস্তফা ও তার সহযোগীরা পলাতক।
সংবাদ সম্মেলন তার সহকর্মীরা বলেন, ডা. কাজেম ছিলেন বিনয়ী ও মানবিক চিকিৎসক, তার কারও সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। তারা দ্রুত খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্য ও সহকর্মীবৃন্দ।