রাজবাড়ীতে তারুণ্যের উৎসব উপলক্ষে যুব সমাবেশ

বাসস
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১৩:৩৫
ছবি : বাসস

রাজবাড়ী, ৩১ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলায় তারুণ্যের উৎসব উপলক্ষে ‘দেশ বদলাও, পৃথিবী বদলাও’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে জেলা যুব উন্নয়ন অধিদফতরের উদ্যোগে এর সম্মেলন কক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। তিনি বলেন, ‘তারুণ্য হলো পরিবর্তনের চালিকা শক্তি। দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মের ইতিবাচক ভূমিকা অপরিহার্য। তাই প্রতিটি তরুণকে দেশপ্রেম, সততা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে।’

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক চায়না ব্যানার্জী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শংকর চন্দ্র বৈদ্য, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. অচিন্ত কিত্তনীয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শহিদুল ইসলাম।

এছাড়া আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, জুলাই ছাত্র আন্দোলনের প্রতিনিধি রিয়াজুল আলম তূর্য এবং আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

বক্তারা বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ সম্পদ। মাদক, বেকারত্ব ও সামাজিক অবক্ষয় রোধে যুবকদের সচেতন হতে হবে এবং ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত থাকতে হবে।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক তরুণ-তরুণী, যুব সংগঠক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে ১৮ জন গ্রেফতার
বগুড়ায় আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে : তামিম ইকবাল
ব্লাড ক্যান্সারে মারা গেছেন হাইমচর থানার ওসি মহিউদ্দিন
টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবা জব্দ কোস্ট গার্ডের
ভোটের নামে জনগণের সঙ্গে কেউ প্রহসনের সুযোগ পাবে না : এটর্নি জেনারেল ‎
তানজিদের হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ১৫১ রান
শিশুদের হাতে মোবাইল না দিতে বাসস চেয়ারম্যানের আহ্বান
চাঁদপুরে অনিয়মের দায়ে ১৩টি যানবাহনকে জরিমানা, গাড়ি জব্দ 
১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না : ধর্ম উপদেষ্টা
কিডস টাইমের অষ্টম বর্ষপূর্তি উদযাপন
১০