ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগের নবীনবরণ

বাসস
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৮:৩২

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ফার্মেসি বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান হয়েছে। 

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা, ওষুধ প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম এবং ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ জহির রায়হান বক্তব্য রাখেন। 

অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আসলাম হোসেন স্বাগত বক্তব্য দেন। নবীনদের পক্ষে তানুখী ইসলাম ও বায়েজিদ আল মাহমুদ অনুভূতি ব্যক্ত করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ফার্মেসি শিক্ষা মানুষের জীবনের সঙ্গে সম্পৃক্ত। বাংলাদেশে ওষুধ শিল্পের উন্নয়ন ও বিকাশে এ বিভাগের অবদান তুলে ধরে তিনি বলেন, দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে উন্নীত করার ক্ষেত্রে ফার্মেসি অনুষদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া’ সম্পর্ক জোরদার করার মাধ্যমে বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এই বিভাগ আরো বেশি অবদান রাখতে পারে। পরিবর্তিত টেকনোলজির সঙ্গে সম্পৃক্ত হয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠার জন্য শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সেক্ষেত্রে টিমের সঙ্গে কাজ করার মানসিকতা গড়ে তোলা, সৃজনশীল হওয়া ও সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত হওয়ার উপর তিনি গুরুত্বারোপ করেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিজিএমইএ এবং আইএমএফ’র মধ্যে বৈঠক অনুষ্ঠিত
গাজায় আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানির ন্যায্য বণ্টন দাবি 
দশ বছর পূর্তিতে ১৪ নভেম্বর সমাবেশ ও মাথাল র‌্যালি করবে গণসংহতি আন্দোলন
হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে অপসারণ
আইজিপির সঙ্গে আয়ারল্যান্ড এবং ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ
চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ৭৫ শতাংশ অগ্রগতি : প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট পেশ
বিএনপি ক্ষমতায় আসলে ১ কোটি তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করবে: আমীর খসরু 
নির্বাচনের পর দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর  
জুলাই যোদ্ধারা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে মিডিয়ার গুণগত পরিবর্তন আসবে : তথ্য উপদেষ্টা
১০