রাজশাহীতে হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৩:০৬

রাজশাহী, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজশাহীর গোদাগাড়ীতে কিশোর হত্যার মূলহোতা রতন আলীকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। 

গতকাল শনিবার বিকেলে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন বেলপুকুর বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার সকালে র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত রতন উপজেলার হাজিবান্দুড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, হত্যাকাণ্ডের শিকার মো. শেখের (১৮) ফেসবুকের মাধ্যমে এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কের জেরে শেখ ওই কিশোরীর সঙ্গে দেখা করতে যায়। ঘটনার দিন ৩০ অক্টোবর রাত পৌনে আটটার দিকে শেখ তার নিজ বাড়ি গোদাগাড়ীর বসন্তপুর থেকে দুইজন বন্ধুসহ মোটরসাইকেলে করে বের হয়। রাত ৮ টার দিকে তারা গোগ্রাম ইউনিয়নের হাজিবান্দুড়িয়া মোড়ে পৌঁছালে আগে থেকেই ওঁৎ পেতে থাকা এজাহারনামীয় ৮ জন ও অজ্ঞাতনামা আরও  ৮/৯ জন আসামি শেখের উপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত ও গুরুতর জখম করে। একপর্যায়ে প্রাণ রক্ষার্থে সে পাশের পুকুরে লাফ দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ১ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় শেখের বাবা গোদাগাড়ী থানায় হত্যা মামলা করেন। আসামিদের গ্রেপ্তারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। গত ৪ নভেম্বর গোদাগাড়ী থেকে এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং অপর আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। 

এর ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিএসসির একটি টিম রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন বেলপুকুর বাইপাস এলাকা থেকে ১ নম্বর আসামি রতনকে গ্রেপ্তার করে।

 আসামিকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝালকাঠিতে আইনশৃঙ্খলা কমিটির সভা 
মাদারীপুরে নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি চুরি, ভাঙন আতঙ্কে গ্রামবাসী
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় শিশু শ্রমিক নিহত
বাংলাদেশ ও থাইল্যান্ডের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে নতুন রাষ্ট্রদূতের অঙ্গীকার
চীন নেক্সপেরিয়া চিপ রপ্তানি পুনরায় শুরু করার বিষয়টি নিশ্চিত করেছে: ইইউ
সাবেক এমপি কাজী নাবিলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মহাস্থান হাটে সবজির দাম স্থিতিশীল, সরবরাহ ভালো
চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট’ সফলে বর্ণাঢ্য র‌্যালি
চিপসে ব্যবহৃত কিছু উপকরণের মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি নিষেধাজ্ঞা স্থগিত করলো চীন
দিনাজপুর হাসপাতালে রেখে যাওয়া শিশুকে তারেক রহমানের উপহার প্রদান
১০