ঠাকুরগাঁওয়ে তথ্যনির্ভর বাংলাদেশ গঠনে আলোচনা সভা

বাসস
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৬:২১
আজ ঠাকুরগাঁওয়ে তথ্যনির্ভর বাংলাদেশ গঠনে আলোচনা সভা। ছবি : বাসস

ঠাকুরগাঁও, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে তথ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস যৌথভাবে এ আয়োজন করে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সরদার মেস্তফা শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বুলবুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) মেহনাজ ফেরদৌস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌসসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ দিকে তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষা বিস্তার, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক দূরীকরণ, তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা এইচ এম শাহজাহান মিয়া।

সভায় বক্তারা বলেন, ডিজিটাল যুগে একটি উন্নত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের বিকল্প নেই। তরুণদের দক্ষ করে গড়ে তুলতে প্রযুক্তি শিক্ষার পাশাপাশি সচেতনতা বৃদ্ধি, সামাজিক অসঙ্গতি মোকাবিলা এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। বর্তমান প্রজন্মকে সঠিক তথ্য ব্যবহার ও উদ্ভাবনী চিন্তার দিকে এগিয়ে নিতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত ভূমিকা প্রয়োজন।

সভা শেষে তথ্যনির্ভর উন্নয়ন ও তরুণ সমাজকে সম্পৃক্ত করার বিভিন্ন উপায় নিয়ে মুক্ত আলোচনা করা হয়। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ হাসিনা-রেহানা-টিউলিপের মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য 
ঢাকাসহ সারা দেশের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন শুধুমাত্র অনলাইনে
হারমারের ঘূর্ণিতে ১৫ বছর পর দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট হারলো ভারত
নারী কাবাডি বিশ্বকাপের জন্য প্রস্তুত বাংলাদেশ
নবান্নের পিঠার সুবাসে মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়
আগামী জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং হবে: মিনু
তিনদিনব্যাপী আন্তর্জাতিক কৃষি ও খাদ্য সম্মেলন করবে বিএজেএফ
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা: ভোটগ্রহণ ১৭ ডিসেম্বর
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা
দোহায় বাংলাদেশ-কাতার সশস্ত্র বাহিনীর প্রেষণ চুক্তি স্বাক্ষর
১০