টাঙ্গাইলে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেমিনার 

বাসস
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৬:২৮
আজ রোববার টাঙ্গাইলে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেমিনার । ছবি : বাসস

টাঙ্গাইল, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস): মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকাল ১১টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত।

‘প্রতিবাদের ভাষায় নৈতিকতা: মাওলানা ভাসানী ও সমসাময়িক বাংলাদেশ’ প্রতিপাদ্যে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সম্মানিত সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।

বিশেষ অতিথির বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রশিল্পী ও লেখক নাসির আলী মামুন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা ভাসানী গবেষক সৈয়দ ইরফানুল বারী এর পক্ষে তার কন্যা সৈয়দা উসতুআনা হান্নানা। সেমিনারে স্বাগত বক্তব্য দেন সেমিনার ও উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ফজলুল করিম।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে আলোচক হিসেবে বক্তব্য দেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন প্রমুখ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ হাসিনা-রেহানা-টিউলিপের মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য 
ঢাকাসহ সারা দেশের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন শুধুমাত্র অনলাইনে
হারমারের ঘূর্ণিতে ১৫ বছর পর দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট হারলো ভারত
নারী কাবাডি বিশ্বকাপের জন্য প্রস্তুত বাংলাদেশ
নবান্নের পিঠার সুবাসে মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়
আগামী জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং হবে: মিনু
তিনদিনব্যাপী আন্তর্জাতিক কৃষি ও খাদ্য সম্মেলন করবে বিএজেএফ
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা: ভোটগ্রহণ ১৭ ডিসেম্বর
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা
দোহায় বাংলাদেশ-কাতার সশস্ত্র বাহিনীর প্রেষণ চুক্তি স্বাক্ষর
১০