
ঝালকাঠি, ১৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : ঝালকাঠির নবনিযুক্ত জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন জেলার বিভিন্ন সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন।
আজ দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলামসহ শিক্ষা, কৃষি, মৎস্য, সড়ক ও জনপথ, তথ্য, এলজিইডি ও বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।
শুরুতে সবাই নিজেদের দপ্তর ও দায়িত্ব তুলে ধরে নতুন জেলা প্রশাসকের সঙ্গে পরিচিত হন।
সভায় ঝালকাঠির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে একটি বিশেষ প্রেজেন্টেশন দেন সহকারী কমিশনার স্বর্ণা সুলতানা জেনি। তিনি জেলার সাংস্কৃতিক বৈচিত্র্য, সম্ভাবনাময় খাত ও উন্নয়ন অগ্রগতি তুলে ধরেন।
সভায় জেলা প্রশাসক মমিন উদ্দিন বলেন, এ জাতির লড়াই-সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনসহ নানা আন্দোলনে স্বাধীনতা-স্বাধিকার আদায়ের প্রতিটি মাইলফলকে বাঙালি জাতি দৃঢ়চেতা ভূমিকা রেখেছে। সর্বশেষ ২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থানেও মানুষ অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে। সেই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, সেই সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের মাগফিরাত কামনা করি।
তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আমরা যদি আন্তরিকতা, সততা ও সমন্বিতভাবে কাজ করি, তাহলে জেলার আরও সার্বিক উন্নয়ন দ্রুত নিশ্চিত করা সম্ভব।
বিশ্বের উন্নত দেশগুলো নিজেদের নিয়ম, সুশাসন ও প্রযুক্তিনির্ভর প্রশাসনে পরিবর্তন করে উন্নয়ন অর্জন করেছে। আমরাও চাই ঝালকাঠি হবে এমন একটি জেলা—যেখানে সেবা পাওয়া সহজ, প্রশাসনের কাজ স্বচ্ছ এবং সরকারি দপ্তরগুলো জনগণের কাছে আস্থার প্রতীক হবে।