
চট্টগ্রাম, ১৮ নভেম্বর ২০২৫ (বাসস) : অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি উল্লেখ করে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান বলেছেন, ‘অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগের অপব্যবহার ও অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণে এখনই দৃঢ় পদক্ষেপ নিতে হবে।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) ‘বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সচেতনতা সপ্তাহ ২০২৫’ উপলক্ষে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সিভাসু উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, অ্যান্টিবায়োটিকের যুক্তিসঙ্গত ব্যবহার নিশ্চিতকরণ, ভালো বায়োসিকিউরিটি প্র্যাকটিস, জনসচেতনতা বৃদ্ধি এবং নীতিমালা অনুসরণ-এসব বিষয় মাঠ পর্যায়ে প্রয়োগ করতে পারলেই আমরা এএমআর নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারবো।
তিনি আরও বলেন, গবেষণাভিত্তিক জ্ঞান, দক্ষ জনবল এবং জনসচেতনতা-এই তিনটির সমন্বয় ছাড়া এএমআর মোকাবিলা সম্ভব নয়।’
সমাপনী অনুষ্ঠানে বক্তারা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে সরকার, নীতিনির্ধারক, চিকিৎসক, ভেটেরিনারিয়ান, ফার্মাসিউটিক্যাল শিল্প ও সাধারণ জনগণ-সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে, সকালে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষয়ে সচেতনতামূলক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রায় শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড, ব্যানার ও স্লোগানের মাধ্যমে অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগের অপব্যবহার রোধ ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। এরপর সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় টেকনিক্যাল সেশন ও প্যানেল আলোচনা।
এছাড়া, এএমআর বিষয়ক সচেতনতা সৃষ্টিতে শিক্ষার্থীদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে সপ্তাহব্যাপী ভিডিও প্রতিযোগিতা, পোস্টার ও কার্টুন প্রদর্শনী, এক্সটেম্পোর বক্তৃতা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এসব প্রতিযোগিতায় বিজয়ীদের বাছাই করে পুরস্কৃত করা হয়।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভাসু’র ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, ইউএসটিসি’র বেসিক মেডিকেল ও ফার্মাসিউটিক্যাল সায়েন্স অনুষদের ডিন ড. অনিন্দ্য কুমার নাথ, সিভাসু’র পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন ও পরিচালক (ওয়ান হেলথ ইনস্টিটিউট) প্রফেসর ড. মো. আহসানুল হক এবং ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোমিন উদ দৌলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভাসু’র ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগের প্রধান প্রফেসর ড. আমীর হোসেন সৈকত।