
রাজবাড়ী, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজবাড়ী জেলার একমাত্র শিশুপার্কে শিশুদের বিনোদনের জন্য রাইড সংযুক্ত করা হয়েছে। এতে নান্দনিক, নিরাপদ ও বিনোদনমূলক পরিবেশ সৃষ্টি হয়েছে।
ছোটদের আরও বিনোদনমুখী করতে এবং শিশু পার্কটি আরও উৎসবমুখর করতে জেলা প্রশাসনের উদ্যোগে এ নতুন সংযোজন করা হয়।
গতকাল বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক সুলতানা আক্তার বিশেষভাবে নির্মিত একটি রাইড উদ্বোধন করেন। একইসঙ্গে পার্ক এলাকার সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে নির্মিত একটি ওয়াকওয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের সুস্থ মানসিক বিকাশ ও আনন্দময় শৈশব নিশ্চিত করতে নিরাপদ বিনোদন অত্যন্ত জরুরি। জেলা প্রশাসন সবসময়ই এমন উদ্যোগের সঙ্গে থাকবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তারিফ উল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য প্রমুখ।
স্থানীয় অবসরপ্রাপ্ত উপজেলা কর্মকর্তা আশরাফ হোসেন এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে শিশু-কিশোরদের মানসিক বিকাশে নতুন মাত্রা যোগ হল।