
বাগেরহাট, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস): জেলার চিতলমারীতে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে তারুণ্যের উৎসব হিসেবে উদ্যোক্তা মেলা, পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ উৎসবে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে বিভিন্ন স্টলে স্থানীয় নারী উদ্যোক্তারা নিজেদের তৈরি হস্তশিল্প, খাদ্যসামগ্রী, দেশীয় পিঠা এবং কারুশিল্প প্রদর্শন করেন। তরুণ উদ্যোক্তাদের উদ্যোগ, উদ্ভাবন ও সৃজনশীলতা তুলে ধরতে উৎসবটি এক প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেয়। দিনব্যাপী চলা সাংস্কৃতিক অনুষ্ঠানে কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. আহমেদ ইকবাল, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, বিদ্যুৎ অফিসের ডিজিএম ওয়াদুদ খন্দকার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জনি সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক, বিআরডিবি সহকারী কর্মকর্তা হুমায়ুন কবির, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা শেখ রহমান প্রমুখ।