
দিনাজপুর, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস) : দিনাজপুরে বেসরকারি সাহায্য সংস্থা "আশা" শীতার্ত জনগোষ্ঠীর মধ্যে বিতরণের জন্য জেলা প্রশাসককে ৫২৫ পিস উন্নত মানের কম্বল হস্তান্তর করেছে।
আজ বৃহস্পতিবার দুপুর ২টায় দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এর কাছে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে "আশা' দিনাজপুর জেলার পক্ষ থেকে ৫২৫ পিস কম্বল হস্তান্তর করা হয়।
এ অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, উত্তরের জনপদ দিনাজপুর জেলা একটি শীত বহুল অঞ্চল হিসেবে সারা দেশের মানুষ অবগত রয়েছেন। অগ্রাহায়ণ মাস থেকে ফাল্গুন মাসের মাঝামাঝি পর্যন্ত এখানে প্রচন্ড শীত অনুভব হয়। প্রতি বছর শীতার্ত জনগোষ্ঠীর মাঝে সরকারি এবং বেসরকারি ভাবে শীতবস্তু বিতরণ করা হয়।
তিনি বলেন, এবারে শীতের আগাম শীত বস্ত্রের চাহিদায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বার্তা প্রেরণ করা হয়েছে। এছাড়া কিছু শীত বস্ত্র জেলা প্রশাসকের ত্রাণ কার্যালয়ে মজুদ রয়েছে।
তিনি আরো বলেন, জেলায় অবস্থিত বেসরকারি সাহায্য সংস্থা এবং ব্যবসায়ীদের কাছ থেকে জেলা প্রশাসককে শীত বস্ত্র বিতরণের জন্য সহায়তা করার আহ্বান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক উপ-সচিব মো. রিয়াজ উদ্দিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম হাবিবুল হাসান।
আশা-দিনাজপুর জেলা শাখার ডিভিশনাল ম্যানেজার মো. মিজানুর রহমান এর নেতৃত্বে কম্বল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এনজিও আশার ডিভিশনের সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার দ্বিজেন্দ্র নাথ দাস, প্রকাশ চন্দ্র বিশ্বাস, মো. রুহুল আমীন, আশা'র জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. রুহুল সারওয়ার খান, মো. হোসেন আলী, রিজিওনাল ম্যানেজার ট্রেইনি মো. ফারুক হোসেন, ম্যানেজার (এমএসএমই) মো. সাখাওয়াত হোসেন, সাপোর্ট ইঞ্জিনিয়ার মো. হারুনুর রশীদ প্রমুখ।