
পটুয়াখালী, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস) : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)এর জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং বিভাগের উদ্যোগে ধানের উৎপাদনশীলতা বাড়াতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আব্দুল লতিফ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হিট প্রকল্পের সিনিয়র ফিনান্সিয়াল স্পেশালিস্ট মো. মনসুরুজ্জামান খান।
কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল লতিফ বলেন,‘গবেষণা বিশ্ববিদ্যালয়ের মান নির্ধারণের অন্যতম প্রধান সূচক। পবিপ্রবি ইতোমধ্যে বিভিন্ন গবেষণা প্রকল্পে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। আজকের এই ওয়ার্কশপে উপস্থাপিত গবেষণালব্ধ উদ্ভাবন কৃষি খাতে বাস্তব প্রয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে’।
প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান বলেন, ‘ফসফরাস-ঘাটতিযুক্ত মাটিতে ধানের উৎপাদনশীলতা বাড়ানো দেশের খাদ্য নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এ গবেষণা প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন’।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, ‘পবিপ্রবিতে গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারণ করতে হবে। আজকের এই প্রজেক্টের উদ্ভাবনী ফলাফল যেন ল্যাবের মধ্যে সীমাবদ্ধ না থাকে, তা কৃষকের মাঠ পর্যন্ত পৌঁছে দিতে হবে। আমাদের শিক্ষকরা একাডেমিক কার্যক্রমের পাশাপাশি গবেষণায় আরও মনোযোগী হলে বিশ্ববিদ্যালয় জাতীয় কৃষি গবেষণায় নতুন মাত্রা যোগ করবে।’
তিনি আরও বলেন, “ফসফরাস ঘাটতির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে ধানের উৎপাদন কমে যাচ্ছে। জেনেটিক ও মাইক্রোবিয়াল উদ্ভাবনের মাধ্যমে এই সমস্যা সমাধানে আজকের ওয়ার্কশপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় গবেষণা সুবিধা বৃদ্ধিতে অগ্রাধিকার দিচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান এবং শতাধিক শিক্ষক-গবেষক অংশ নেন।
সভাপতিত্ব করেন জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে ধানের উৎপাদনশীলতা বৃদ্ধির উদ্ভাবনী পদ্ধতি, প্রযুক্তিগত উন্নয়ন এবং গবেষণার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করে যে এই গবেষণা দ্রুত মাঠপর্যায়ে বাস্তবায়িত হয়ে কৃষকদের উপকৃত করবে।