
খুলনা, ২০ নভেম্বর ২০২৫ (বাসস) : খুলনার নবাগত জেলা প্রশাসক আ. স. ম জামশেদ খোন্দকার জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন। এ সময় তিনি একটি জনবান্ধব ও মানবিক প্রশাসন প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।
আজ বৃহস্পতিবার তাঁর সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় খুলনা জেলা প্রশাসনের প্রশাসনিক দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধি ও সুশাসন প্রতিষ্ঠায় খুলনার সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করে তিনি জেলার স্বাভাবিক উন্নয়ন কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারি কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।
ব্যক্তিগত কোন চাহিদা নেই- উল্লেখ করে জেলা প্রশাসক আরও বলেন, সরকারের দেওয়া দায়িত্ব পুঙ্খানুপুঙ্খরূপে পালন করতে চাই। জনগণকে সার্বক্ষনিক সেবা প্রদানে সরকারি কর্মকর্তাদের আন্তরিক হওয়ার আহবান জানান তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, খুলনার পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা এসএম সায়েদুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান, সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস’র জেলা সংবাদদাতা মুহাম্মদ নূরুজ্জামান প্রমুখ।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।