ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু 

বাসস
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৮:১২

নীলফামারী, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় বেপরোয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মার্জিয়া আক্তার (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের অদুরে নীলফামারী-রামগঞ্জ সড়কের মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মার্জিয়া জেলা সদরের টুপামারী ইউনিয়নের পীরের মাজার শাহপাড়ার মোস্তাকীম শাহের মেয়ে। শহরের মমতাজ মেমোরিয়াল স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পড়তো সে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে তার চাচা হাসু শাহের মোটরসাইকেলে করে স্কুল থেকে বাড়িতে ফিরছিল শিশুটি। এ সময় পানির খেতে চাইলে মডেল মসজিদের সামনে সড়কের পাশে তাকে মোটরসাইকেলে বসিয়ে রেখে দোকান থেকে পানি আনতে যায় চাচা হাসু। সেই মুহূর্তে বেপরোয়া একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। 

মার্জিয়ার চাচা হাসু শাহ বলেন, আজ স্কুলে ক্লাশ পার্টি ছিল তার (মার্জিয়া)। পার্টি শেষে দুপুর আড়াইটার দিকে তাকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলাম। পথে পানি খেতে চাইলে রাস্তার পাশে নিরাপদ দূরত্বে তাকে মোটরসাইলে বসিয়ে রেখে পানি আনতে যাই দোকানে। এরই মধ্যেই দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তারেক রহমানের ৬১তম জন্মদিনে কোরআন বিতরণ 
ক্রীড়াঙ্গনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় : টুকু
ঢাবিতে বিশ্ব দর্শন দিবস উদযাপন
মামুন হত্যা : ২ শ্যুটারসহ ৪ জন কারাগারে
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চট্টগ্রামে দুই মিষ্টির দোকানের মালিককে ৫ লাখ টাকা জরিমানা
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে গত এক সপ্তাহে আটক ৩৮ জন
তারেক রহমানের জন্মদিনে টাঙ্গাইলে কম্বল বিতরণ
কুমিল্লায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বিশ্বকাপ আয়োজন নিয়ে বাংলাদেশের প্রশংসায় একেএফ সেক্রেটারী জেনারেল
ভুল তথ্য ও গুজবের চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপ চায় বাংলাদেশ
১০