
ময়মনসিংহ, (বাকৃবি) ২০ নভেম্বর, ২০২৫ (বাসস):কম সময়ে এবং শিক্ষার্থীদের কষ্ট লাগবের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সার্টিফিকেট প্রদানে অটোমেশন সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপাচার্যের কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এ কর্মসূচির উদ্বোধন করেন। শিক্ষা বিষয়ক শাখার উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সার্বিক কারিগরি সহায়তায় অটোমেশন সম্পন্ন করা হয়। আজ থেকেই সার্টিফিকেট অটোমেশন সিস্টেমের কার্যক্রম শুরু হয়েছে।
এর মাধ্যমে দেশে বা বিদেশে অবস্থান করা গ্র্যাজুয়েট, পোস্ট গ্রাজ্যুয়েট এবং পিএইচডি শিক্ষার্থীরা এখন অনলাইনে বাকৃবি ইআরপিতে লগইন অথবা বাকৃবি ওয়েবসাইটে ঢুকে প্রভিশনাল সার্টিফিকেট ও মূল সার্টিফিকেট উভয়ের জন্য আবেদন করতে পারবেন। একই সঙ্গে অনলাইনেই সম্পন্ন করতে পারবেন সংশ্লিষ্ট ফি ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মো. হেলাল উদ্দীন, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, কোষাধ্যক্ষ (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রুস্তম আলী, শিক্ষা শাখার এডিশনাল রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান ও ড. ফারুক আহম্মদসহ অন্যান্যরা।
আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রুস্তম আলী অনলাইন সার্টিফিকেট অটোমেনশন প্রক্রিয়ার পুরো বিষয় তুলে ধরে বলেন, শিক্ষার্থীরা তাদের ইআরপিতে লগইন অথবা বাকৃবি ওয়েবসাইটে ঢুকে এপ্লাই ফর সার্টিফিকেট অপশনে যাবেন। সেখানে তারা অনলাইন এপ্লিকেশন একটি অপশনে ক্লিক করার মাধ্যমে একটি নতুন পেইজে প্রবেশ করবেন। সেখানে শিক্ষার্থীরা তাদের আইডি দিলেই তার নাম, ডিগ্রি এবং একাডেমিক সেকশনের কোনো সার্টিফিকেট তুলবেন সেটি দেখা যাবে। এরপর শিক্ষার্থীরা সার্টিফিকেটগুলো নির্বাচন করলে তার পাশে ফি এর বিষয়টি দেখা যাবে। এরপর বিভিন্ন মাধ্যমে অনলাইনে পেমেন্ট সম্পন্ন করার সুযোগ থাকবে। এরপর যাচাই-বাছাই করে সার্টিফিকেট শিক্ষার্থীদের হলে চলে যাবে। হল ক্লিয়ারেন্স সম্পন্ন করে শিক্ষার্থীরা তাদের সার্টিফিকেট তুলতে পারবেন।
শিক্ষা শাখার এডিশনাল রেজিস্ট্রার ড. ফারুক আহম্মদ বলেন, শিক্ষার্থীদের সুবিধার কথা ভেবেই আমরা এ উদ্যোগ নিয়েছি। শিক্ষার্থী দ্রুত আবেদন করতে পারবে কোনো ঝামেলা ছাড়াই। অফলাইন আবেদন এই মাস পর্যন্ত চালু থাকবে। আগামী মাস থেকে অফলাইন আবেদন আর করা যাবে না। পুরো সিস্টেম অনলাইন করা হবে। আমরা ২০১২ সাল থেকে তথ্য অটোমেশনের জন্যে সংরক্ষণ করেছি। তার আগে যারা ডিগ্রি সম্পন্ন করেছে তাদের জন্যে তথ্য হালনাগাদ করা হবে। পরবর্তীতে সার্টিফিকেট অনলাইনেও যেন পাওয়া যায় তার ব্যবস্থা করা হবে।
উপাচার্য বলেন, শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রাপ্তি প্রক্রিয়াকে সহজ করতে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করলাম। অনলাইন আবেদন ও পেমেন্ট সম্পন্ন করার পর শিক্ষার্থীরা যাতে সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে সনদপত্র সংগ্রহ করতে পারে সেই লক্ষ্যেই অটোমেশন কার্যক্রম চালু করা হয়েছে। এ উদ্যোগে আইসিটি সেলের পরিচালক এবং শিক্ষা শাখার সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টা প্রশংসার যোগ্য।
অটোমেশন কার্যক্রম চালুর মাধ্যমে সার্টিফিকেট প্রাপ্তির প্রক্রিয়া এখন আরও সহজ, দ্রুত ও সম্পূর্ণ অনলাইনভিত্তিক হলো। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সময় সাশ্রয় হবে এবং একাডেমিক প্রক্রিয়াও আরও গতিশীল ও কার্যকরভাবে পরিচালিত হবে।