নাটোর চিনিকলের আখ মাড়াই কার্যক্রম শুরু আগামীকাল 

বাসস
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৪:৫০
ছবি : বাসস

নাটোর, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস): জেলার চিনিকলের ৪২তম আখ মাড়াই কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামীকাল। চলতি মৌসুমে এক লাখ ১০ হাজার টন আখ মাড়াই করে ছয় হাজার ৯৩০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

চলতি মৌসুমে জেলার চিনিকল এলাকায় আট হাজার ১০ হেক্টর জমিতে আখ চাষ করা হয়েছে। আখ চাষিদের আখ চাষের বীজ, সার এবং নগদ অর্থ সহায়তা বাবদ নয় কোটি ৩০ লাখ টাকা ঋণ প্রদান করেছে চিনিকল কর্তৃপক্ষ। আখ চাষি পর্যায়ে আখের ক্রয় মূল্য ছয় হাজার টাকা টন থেকে বৃদ্ধি করে ছয় হাজার ২৫০ টাকা করা হয়েছে। 

গত মৌসুমে ৯০ হাজার টন আখ মাড়াই করে পাঁচ হাজার ৩০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এক লাখ সাত হাজার ৭৭৫ টন আখ মাড়াই করে ছয় হাজার ১৪৮ টন চিনি উৎপাদনে সক্ষম হয় জেলা চিনিকল।

নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আখলাছুর রহমান বাসসকে বলেন, কারখানার বয়লারে আগুন প্রজ্বলন, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন, সকল আখ ক্রয় কেন্দ্র সচল করাসহ চিনিকলের আখ মাড়াই কার্যক্রম শুরু করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশা করি সকলের সমন্বিত প্রচেষ্টায় সফল আখ মাড়াই মৌসুমের লক্ষ্যে পৌঁছানো যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনের আগেই ধান চাল সংগ্রহ শেষ করতে চায় সরকার : খাদ্য উপদেষ্টা
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরের জলাভূমি ব্যবহার নিশ্চিতকরণে কর্মশালা
ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬
কুমিল্লায় তারুণ্যের উৎসবে তারুণ্য নির্ভর আলোচনা সভা 
চট্টগ্রামে সরকারি ওষুধ বিক্রির দায়ে এক ব্যক্তির ১৪ বছরের জেল
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৫৯৭ মামলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৮ম আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন
আফগান সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর হাতে ২৩ জঙ্গি নিহত
রাসিকের নয়া প্রশাসকের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়
কমনওয়েলথ মহাসচিবের বাংলাদেশ সফর শুরু
১০