সবার কাছে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই: আমীর খসরু 

বাসস
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৪:৫৫
আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কমল মেডি এইড আয়োজিত এক অনুষ্ঠানে প্রাধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: বাসস

ঢাকা বিশ্ববিদ্যালয়, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস) : নাগরিকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ। প্রত্যেক নাগরিকের কাছে আমরা বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আজ (বৃহস্পতিবার) এসব কথা বলেছেন।

সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কমল মেডি এইড আয়োজিত ‘ফ্রি মেডিকেল সেবা ও স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা ক্যাম্প’ শীর্ষক অনুষ্ঠানে প্রাধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

আমীর খসরু বলেন, স্বাস্থ্য ও শিক্ষা একজন নাগরিকের মৌলিক অধিকার। নতুন বাংলাদেশের অর্থনৈতিক মডেলে ভবিষ্যতের বিনিয়োগ পরিবেশ ও স্বাস্থ্যসেবার উন্নয়নের বিষয়টি বিবেচনা করে এগিয়ে যাব। আমরা চাই, বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা যথার্থভাবে বিনিয়োগ করা হোক। 

বিএনপির এই নেতা বলেন, বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবার বরাদ্দ নিশ্চিতে আমরা জিডিপির ৫ শতাংশ পর্যন্ত শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বিনিয়োগ করব। 

বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে প্রত্যেকটি পরিবারের মাসে ৫/১০ হাজার টাকা সঞ্চয় হবে বরেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এতদিন রাজনীতিতে গণতন্ত্রায়ণের কথা বলেছি। পাশাপাশি অর্থনীতিতেও গণতন্ত্রায়ণ করতে হবে। এতে প্রত্যেক নাগরিক দেশের উন্নয়নের অংশীদার হতে পারবে। উন্নয়নের সুফলও প্রত্যেকেই পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
টাইমস হায়ারের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ায় প্রথম ঢাবি 
প্রথম টেস্টে অস্ট্রেলিয়া দলে অভিষেক হতে যাচ্ছে ওয়েদারাল্ড ও ডগেটের
রাঙ্গুনিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে কলেজ ছাত্র নিহত
নেত্রকোণায় সাংবাদিকদের সঙ্গে নতুন ডিসির মতবিনিময়
মাইলস্টোন ট্র্যাজেডি : ১২২ দিনের চিকিৎসা শেষে ছাড়পত্র পেলো দগ্ধ আরিয়ান
নির্বাচনের আগেই ধান চাল সংগ্রহ শেষ করতে চায় সরকার : খাদ্য উপদেষ্টা
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরের জলাভূমি ব্যবহার নিশ্চিতকরণে কর্মশালা
ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬
কুমিল্লায় তারুণ্যের উৎসবে তারুণ্য নির্ভর আলোচনা সভা 
১০