সালথার উপজেলা নির্বাচন অফিসারসহ সংশ্লিষ্টদের ১২৯টি হিসাব অবরুদ্ধ

বাসস
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৪:৩৩

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস): ‎‎‎‎‎‎‎‎‎‎‎ফরিদপুরের সালথার উপজেলা নির্বাচন অফিসার মো. ইমরানুর রহমান ইমরান এবং ফরিদপুর জেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর রাজীবুল ইসলাম ও তাদের সংশ্লিষ্ট ব্যক্তিদের ১২৯ টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। 

এসব হিসাবের মধ্যে রয়েছে ব্যাংক, বিকাশ, নগদ ও উপায় অ্যাকাউন্ট।

আজ (বৃহস্পতিবার) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের  আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, মো. ইমরানুর রহমান ইমরান ও রাজীবুল ইসলাম এবং অন্যান্যদের বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রমে জড়িত চক্রের থেকে অর্থ উপার্জন করে বিভিন্ন নামে পরিচালিত ব্যাংক হিসাবে উক্ত অর্থ লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগ বিষয়ে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

অনুসন্ধানকালে প্রাপ্ত/সংগৃহীত তথ্যাদি ও রেকর্ডপত্র পর্যালোচনায় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও মোবাইল আর্থিক সেবা দাতা প্রতিষ্ঠানে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং তাদের নামীয় প্রতিষ্ঠানের নামে মোট ১২৯টি হিসাবে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। 

বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা হিসাবে রক্ষিত অর্থ হস্তান্তর, স্থানান্তর বা বিক্রির চেষ্টা করছেন। এসব নামীয় ব্যাংক/বিকাশ/নগদ/উপায় হিসাবসমূহে রক্ষিত অর্থ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে তদন্ত বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় তারুণ্যের উৎসবে তারুণ্য নির্ভর আলোচনা সভা 
চট্টগ্রামে সরকারি ওষুধ বিক্রির দায়ে এক ব্যক্তির ১৪ বছরের জেল
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৫৯৭ মামলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৮ম আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন
আফগান সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর হাতে ২৩ জঙ্গি নিহত
রাসিকের নয়া প্রশাসকের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়
কমনওয়েলথ মহাসচিবের বাংলাদেশ সফর শুরু
শ্রীলংকার কাছে হারল বাংলাদেশ ‘এ’ দল
রংপুরে ভোটকেন্দ্র ও কক্ষ পুনর্বিন্যাসে ব্যস্ত প্রশাসন
রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব গৃহীত
১০