চট্টগ্রামে সরকারি ওষুধ বিক্রির দায়ে এক ব্যক্তির ১৪ বছরের জেল

বাসস
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৬:০০
ফাইল ছবি

চট্টগ্রাম, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাজার থেকে সরকারি হাসপাতালের ওষুধ উদ্ধারের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় আবদুল নূর (৬৮) নামের এক ব্যক্তিকে

১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক বেগম সিরাজাম মুনীরা এই রায় দেন।

সাজাপ্রাপ্ত নূর চট্টগ্রাম নগরের দামপাড়া এলাকার আবদুল মোতালেবের ছেলে।

সাজার বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পিপি মোরশেদুর রহমান চৌধুরী জানান, চারজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে সরকারি ওষুধ খোলাবাজারে বিক্রির অভিযোগ প্রমাণিত হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৫ মার্চ নগরের কোতোয়ালী থানাধীন কে সি দে রোড সিনেমা প্যালেসের মেইন গেইটের সামনে থেকে আবদুল নূরকে গ্রেপ্তার করা হয়। এসময় তার থেকে সরকারি হাসপাতালের বিভিন্ন ধরনের ওষুধ (খোলাবাজারে বিক্রয় নিষিদ্ধ) উদ্ধার করা হয়। জব্দকৃত ওষুধ কালোবাজারির উদ্দেশ্যে সংগ্রহ করে বিক্রির জন্য নিজ হেফাজতে রাখেন তিনি। 

এই ঘটনা তৎকালীন এস.আই কাজী মাসুদ ইবনে আনোয়ার কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৩ সালের ১৮ আগস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১৪ সালের ১১ মার্চ ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
মিরপুরে যুবদল নেতা হত্যা : সোহেল-সুজন রিমান্ডে
মোল্লাহাটে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে: রিজভী
ফলো-অনের শঙ্কায় আয়ারল্যান্ড
কুয়েটে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে সিম্পোজিয়াম অনুষ্ঠিত
কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনর্বহালে জনগণ ভোটাধিকার ফিরে পাবে: এড. জুবায়ের
রুশ হামলার একদিন পরেও নিখোঁজ ২২ : জেলেনস্কি
তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় ছাত্রদলের নানা কর্মসূচি
নির্ভীক সাহসিকতায় তৈরি জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান 
১০