তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় ছাত্রদলের নানা কর্মসূচি

বাসস
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৭:১৭
আজ তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় ছাত্রদলের নানা কর্মসূচি। ছবি : বাসস

বগুড়া, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল।  
আজ বৃহস্পতিবার বাদ যোহর শহরের পালশা তালিমুল কুরআন সিরাজুদ্দিন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কুরআন শরীফসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। 

জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সহীদ উন নবী সলাম, কেএম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান উপস্থিত ছিলেন। 

আরও ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মামদুদুর রহমান সানজাদ, রকি, আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান, হৃদয়, ইমন, রনি,  ডেভিট, জনি, শহর ছাত্রদলের সভাপতি এসএস রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, আতিকুল ইসলাম বিপ্লব, শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হীরা, সদস্য সচিব সোহাগ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে কুরআন শরীফ, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিরা।

তারেক রহমান ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তিনি।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৩০ নভেম্বর বিপিএল নিলাম
শততম টেস্টের সেঞ্চুরি দাদা-দাদী, নানা-নানীকে উৎসর্গ করলেন মুশফিক
হাসিনা, কামালকে ফেরাতে আইসিসিতে যাওয়ার কথা ভাবছে সরকার : আসিফ নজরুল
দিনাজপুর হাবিপ্রবিতে দ্বিতীয় সমাবর্তন আগামী ২২ নভেম্বর
বেরোবির প্রথম সমাবর্তন উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন
টানা তৃতীয় জয়ে সেমিফাইনালের পথে ভারত
ঢাবি ক্যারিয়ার ফেস্ট ও গবেষণা মেলা ১৪ জানুয়ারি 
তারেক রহমানের জন্মদিনে শেরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প
৫২ বছরের ইতিহাসে প্রথম ডিফেন্ডার হিসেবে আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন হাকিমি
চট্টগ্রামে তৈরি ৩ ল্যান্ডিং ক্রাফট যাচ্ছে আরব আমিরাতে
১০