মোল্লাহাটে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

বাসস
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৭:৩২
কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন। ছবি : বাসস

বাগেরহাট, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাগেরহাটের মোল্লাহাটে রবি মৌসুমে হাইব্রিড বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পরে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়।  

আজ বৃহস্পতিবার সকাল ১০টা ও দুপুর সাড়ে ১২টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ দুটি কর্মসূচির আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিয়র রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনা সামগ্রী তুলে দেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা। 

এ সময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মো. আব্দুল্লাহ ফারুক, সাংবাদিক কেএম মাহমুদুল হকসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সরকারের এই প্রণোদনা কৃষকদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং রবি মৌসুমে হাইব্রিড বোরো আবাদ সম্প্রসারণে সহায়ক হবে।

উল্লেখ্য, উপজেলায় ১ হাজার ৭০০ কৃষকের মধ্যে ২ কেজি করে মোট ৩ হাজার ৪০০ কেজি উচ্চ ফলনশীল জাতের হাইব্রিড ধান বীজ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

এছাড়া ‘পার্টনার’ প্রকল্পের আওতায় কৃষকদের মধ্যে প্রদর্শনীর বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। বিশ্বব্যাংক, আইএফএডসহ আন্তর্জাতিক সহযোগী সংস্থার সহায়তায় বাস্তবায়িত এই প্রকল্পের মাধ্যমে প্রযুক্তিনির্ভর কৃষি, আধুনিক চাষাবাদ ও মাঠপর্যায়ে সঠিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে নির্দেশনা প্রদান করা হয়।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৩০ নভেম্বর বিপিএল নিলাম
শততম টেস্টের সেঞ্চুরি দাদা-দাদী, নানা-নানীকে উৎসর্গ করলেন মুশফিক
হাসিনা, কামালকে ফেরাতে আইসিসিতে যাওয়ার কথা ভাবছে সরকার : আসিফ নজরুল
দিনাজপুর হাবিপ্রবিতে দ্বিতীয় সমাবর্তন আগামী ২২ নভেম্বর
বেরোবির প্রথম সমাবর্তন উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন
টানা তৃতীয় জয়ে সেমিফাইনালের পথে ভারত
ঢাবি ক্যারিয়ার ফেস্ট ও গবেষণা মেলা ১৪ জানুয়ারি 
তারেক রহমানের জন্মদিনে শেরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প
৫২ বছরের ইতিহাসে প্রথম ডিফেন্ডার হিসেবে আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন হাকিমি
চট্টগ্রামে তৈরি ৩ ল্যান্ডিং ক্রাফট যাচ্ছে আরব আমিরাতে
১০